আমাদের কথা খুঁজে নিন

   

জীবন চত্বরে উই পোকার বসবাস................

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
আঁধারের ফুলদানী ভাঙা চাঁদের রোমাঞ্চকর হাতছানিতে নদীর অন্তরাত্মা জুড়ে সীমাহীন প্রৌঢ়ত্বের ঢেউ। ভালোবাসার অচেনা ছায়াপথ জুড়ে ঘন মেঘেদের অট্টহাসির অবাঞ্চিত উল্লাস। তাজা স্বপ্নের শেকড়গুলোতে হিম শিশিরের অনাকাঙ্ক্ষিত বিচরণে কালো রক্তের হঠাৎ বিষ্ফোরণ। জীবন পদ্মের মিষ্টি হাসির পেছনে লুকানো পঙ্কিলতার ছায়া পথ বেয়ে নেমে আসছে পাপের কালো আঁধারি নিঃশ্বাস। আকাশ জুড়ে মৃত রংধনুর কঙ্কালটি এদিক ওদিক তাকিয়ে মিটিমিটি হাসছে আর বিড় বিড় করে কী যেন বলে যাচ্ছে তারাদের কানে কানে।

বিনিদ্র রজনীর প্রতিদিনকার সহকর্মী নক্ষত্রগুলোর চোখে-মুখেও আজ অযাচিত সুখের ঘুম পাড়ানী গান। রঙে রাঙা স্বপ্নগুলোকে একে একে ধরে এনে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালাচ্ছে স্মৃতির পাষাণ কুঠার। এক টুকরো উত্তুরে বাতাস তার দীর্ঘশ্বাসে শুনিয়ে গেল ভাঙনের নির্বাক সুর। টেবিলের কোণে রাখা দুখি গোলাপের কান্নার রোলধ্বনি আকাশ পাতাল ছাঁপিয়ে এক অন্যরকম আর্তনাদে পরিণত। অসহ্য যন্ত্রণার আঘাত আর প্রেমহীন পৃথিবীর নির্মম অত্যাচারে তার বুক ফেঁটে বেরিয়ে আসছে এক ভয়ার্ত আকুতির চূড়ান্ত রূপ।

চির মুক্তি ভিক্ষায় রত গোলাপটি দু'চোখ জুড়ে অনন্ত তিয়াসা নিয়ে মৃত্যুর আলিঙ্গনে সুখের স্নান সেরে নিচ্ছে শান্তির আলতো পরশনের বৃষ্টিতে ভিঁজতে ভিঁজতে..............
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.