আমাদের কথা খুঁজে নিন

   

মিছিল ...



দুনিয়াটা মিছিলে মিছিলে ভরে গেছে । যেদিকেই তাকাই দেখি খালি মিছিল আর মিছিল । অধিকার আদায়ের মিছিল, দাবী পূরণের মিছিল, আনন্দ মিছিল, শোক মিছিল, মানব মিছিল, ঝাড়ু মিছিল আরো কত কি ! মানুষের হরেক মিছিল দেখে এখন পশু-পাখি, কীট-পতঙ্গেরাও মিছিল করে । নতুন এক মিছিল চোখে পড়ল । তাদের দাবী খাদ্য আর বাসস্থানের ।

ডিজিটাল যুগের ডিজিটাল সরকারের ডিজিটাল দেশে তারা ডিজিটাল বাসস্থান আর ডিজিটাল খাদ্য চায় । দেখলাম তারা বেশ ডিজিটাল মনা । আর ...হ্যাঁ...তারা মানুষ-প্রজাতির কেউ নয় । তারা পিপঁড়া । আজ থেকে প্রায় ২০/২৫ দিন আগে...ঢাকা ইউনিভার্সিটিতে তখনও গ্রীষ্মকালিন ছুটি শুরু হয়নি ।

রুমেই আছি । শুনলাম, আমার রুমমেট আপুর ল্যাপটপের ব্যাগে পিঁপড়া ঢুকেছে । ৩/৪ দিন পর আমারটা চালাতে গিয়ে আবিষ্কার করলাম আমার ও একই অবস্থা ! শুধু তাই না...কী-বোর্ডের মাঝে তাদের মিছিল চলছে ! ল্যাপটপ ও ব্যাগ- দুইটাই পরিস্কার করলাম । ভালই ছিল কয়েকদিন । কয়েকদিন আর পিপঁড়ার মিছিল দেখলাম না ।

ছুটিতে বাড়ি এলাম । । এখানেও ভালই ছিল...গতকাল দুপুর পর্যন্ত। রাতে নেটে বসার জন্য ল্যাপটপ বের করেছি । হঠাৎ দেখি, আবার সেই অবস্থা! আজ আবার সব পরিস্কার করেছি ।

তারপরও মনের মধ্যে ভয় কাজ করছে ...আবার যদি পিঁপড়া ঢুকে !!! প্রিয় পাঠকবৃন্দ, আমাকে একটু পরামর্শ দিন...পিঁপড়ার হাত থেকে কিভাবে ল্যাপটপকে রক্ষা করতে পারি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.