আমাদের কথা খুঁজে নিন

   

অসহ্য



ঘামে শরীর চিট চিটে হয়ে আছে, ফ্যানের বাতাস নয় যেন আগুনের হুল্কা চারদিকে ছড়াচ্ছে, ধর্মে আছে জামান্নামের আগুনের কথা , আমি আস্তিক হলেও তার ভয়াবহতা চিন্তা করি না, কিন্তু এযে অসহ্য গরম, জাহান্নাম কি এর চাইতে বেশী কষ্ট হবে??? উহ, গোসল করে আসি,অনেক ক্ষন ধরে গায়ে ঠান্ডা পানি ঢাললাম, পানি নয়, যেন শান্তির শুধা শরীর বেয়ে পড়ছে, আহ কি শান্তি, অপ্রিয় বথরুমটা দুনিয়ার সবচে শান্তির স্থান বলে মনে হল, ঠান্ডা লেগে যাবে মায়ের বকুনি, ইস, ঘরে এসে ভেজা শরীর মুছতে ইচ্ছা করছে না, রাত সারে বারটা বাজে ঘুমাতে হবে, সকালে কাজ আছে, প্রায় ঘুমিয়ে গেছি, শরীরের উত্তাপ আবার বাড়তে থাকে, শরীর আবার ঘামতে শুরু করছে, মনে হচ্ছে কতদিন ঠান্ডা কিরকম তা অনুভব করি না, আবার গোসল করবো, বৃষ্টি দাও আল্লাহ, পৃথিবীটা বাস উপযোগী কর প্রভু, আর সহ্য হয় না, সারাদিন হারভাঙ্গা খাটুনি গেছে, আগামীকাল ও করতে হবে, এখন যদি ঘুমাতে না পারি তবে কাজ করবো কেমনে, ঘামে মনে হচ্ছে বিছানার চাদরটা ও ভিজে গেছে, ফ্যানের বাতাসে ও শরীরে ঘাম, স্থানে স্থানে আঠা হয়ে গেছে, হাত দিয়ে শরীরের কোন স্থান স্পর্শ করলে হাত কে মনে হয় আগুনের ছোয়া লাগছে, রাত ১টা, আমি ঘুমাবো কখন??? এখন বিদু্ৎ চলে গেছে, আমার অনুভূতি আমি আর প্রকাশ করতে পরছি না, এখন আমার অব্সথা আপনারা বলেন,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।