আমাদের কথা খুঁজে নিন

   

অসহ্য ভাল লাগা

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon. ভাবতাম, এখন কি আর সেই দিন আছে যে কাউকে ভাল লাগলে, তাকে দেখে আর ভেবে অন্যমনস্ক হয়ে যাওয়া, তাকে ভেবে অস্থির হওয়া!! তোমাকে দেখলে আর কোন কিছুই ভাল লাগত না। ঐদিন তোমাকে ধানমন্ডি দেখেছিলাম, রিক্সার উপরে বসে যাচ্ছিলে, সাথে আরো ২জন ছিল।তুমিও আমাকে দেখে না দেখার ভান করেছ।তারপর দিনটা ভাল লাগা আর খারাপ লাগার মিশ্রনে কেটেছে। তোমার মতই একজনকে কল্পনা করে বড় হয়েছি।তবে ভাবিনি এই কল্পনার মানুষ সম্পূর্ন বাস্তবতায় রূপ নেবে। এখনও তোমার চেহারা চোখের সামনে ভেসে উঠলে অসহ্য রকমের অস্থিরতা কাজ করে। ভাল থেকো। কোন না কোন একদিন আবারো তোমার সাথে কথা বলার সুযোগ হবে,ইনশাআল্লাহ, বিশ্বাস করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।