আমাদের কথা খুঁজে নিন

   

দিতে পারো ধূলোদানা

নাড়ি ছায়া , জাগি স্বপ্নের আভায়

আশ্রম আমাকে কোনো দিনই দেয়নি আশ্রয়, এই নদীর গ্রহণ বারবার দিয়েছে ঠেলে দক্ষিণে। দরোজার উত্তর থেকে কতোবার খেয়েছি অর্ধচন্দ্র , তা ও মনে পড়ে। শরণার্থী শিবিরের তাঁবু , ঢাকতে পারেনি আমার ছায়া। দিগম্বর চাঁদের শরীর দেখে ভুলে গেছি আশ্রিত ছিলাম, আলোর কাছে , জোনাকীর ডানাঘেরা পথের কাছে। মানুষ অনেক কিছুই ভুলে যায়।

মুখের রেখা। কামজ ভোরের আদল , ঠিক সূর্যবাবু উদয়ের আগে মাটিমন্ত্রের বুক চিরে বয়ে যাওয়া ঝর্ণার দুঃখ । আশ্রম আমাকে আশ্রয় দিতে চায়নি। কারণ আমি খুব নিরস্ত্র ছিলাম। মৃত্তিকার কাছ থেকে শিখেছি জমাট বাঁধা দুঃখাস্ত্র ছাড়া জীবন পূর্ণতা পায়না।

তাই তোমাকেও বলি , দুঃখ দাও সাথে দিও কিছু ধূলোদানা । ছবিটি মুস্তাফা জামান এর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.