আমাদের কথা খুঁজে নিন

   

যেখানে একটা মুদির দোকান খুলে বসলে্ও ট্যাক্স দিতে হয়, সেখানে সামাজিক ব্যাবসা খ্যাত গ্রামিন ব্যাংক কে, কোন ট্যাক্স দিতে হয় না।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

গ্রামিন ব্যাংক বা ড: ইউনুস এর নাম শুনলেই এখন ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর কথা মনে পড়ে। ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর মতো গ্রামিন ব্যাংক যে ভাবে এগুচ্ছে, তাতে এখনই সাম্রাজ্যবাদী আমেরিকা তাদের দোসরদের বাঁচাতে উঠে পড়ে লেগেছে। কেন গ্রামিন ব্যাংক এবং ডা ইউনুস এর পক্ষে আমেরিকা তার একমাত্র কারন তারা বাংলাদেশে সুদুর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। গ্রামিন ব্যাংক বা ডা : ইউনুস এর সামাজিক ব্যাবসার যে ধারনা তা থেকে একটা বিশাল কর্মযজ্ঞ শুরা হয়েছে বটে কিন্তু আক্ষরিক অর্থে ক্ষুদ্র গ্রামিণ জনগোষ্টির অর্থনৈতিক মুক্তি ঘটেনি। সরকার এর বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে গ্রামিনব্যাংক কিন্তু সরকারকে কোন রাজস্ব গ্রামিন ব্যাংক দেয়নি।

এখন সরকার বা বাংলাদেশ ব্যাংক তার নীতি নিয়ে বিভিন্ন কর আরোপ করবে বলে আমি খুব আশাবাদী। সব ধরনের সামাজিক ব্যাবসা করের আওতাভুক্ত। সব ধরনের করের আওতা গ্রামিন ব্যাংকের উপর আরোপ করতে হবে। এক দেশে দুই ধরনের আইন মেনে নেয়া যায় না। সারা বিশ্বব্যাপি আমেরিকা তার সাম্রাজ্যবিস্তারের বিভিন্ন কৌশল নিয়ে থাকে।

বাংলাদেশে সেই কৌশলের অংশ হিসাবে ডা: ইউনুস কে বেছে নিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.