আমাদের কথা খুঁজে নিন

   

গল্পটি অবশ্যই পড়বেন কিন্ত



এক গরীব লোকের (মিয়ার হোসেন)একটি ছাগল ছিল। হঠাৎ একদিন লোকটি দৌড়াতে দৌড়াতে চেয়ারম্যান সাহেবের বাড়ীর ভিতরে প্রবেশ করছে তো ইতিমধ্যে চেয়ারম্যানের চামচা বদি আলী বলছে- বদি >ভাই, ভিতরে চেয়ারম্যান সাহেব রেষ্ট নিচ্ছেন আপনি দয়াকরে ভিতেরে ঢুকবেন না, কি হয়েছে আমাকে বলেন আমি সাহেবকে গিয়ে বলছি। মিয়ার > নারে ভাই, আমাকে তাড়াতাড়ি ভিতরে যাইতে দেন। আমি নিজে তাকে গিয়ে বলব। বদি > আরে ভাই ভিতরে যাওয়া যাবে না।

আমাকে বললে বলেন না বললে চলে যান। মিয়ার > ভাই সাহেব, চেয়ারম্যানের বড় ছেলেটা আমার সাধের ছাগল ধইরা হের বন্ধু বান্ধব লইয়া ঐ বড় ভিটায় লইয়া যাইয়া এতক্ষণে মনে হয় জবাই কইরা সবাই মিলে মাংস খাচ্ছে। আমাকে ভিতরে যাইতে দেন ভাই। চেয়ারম্যান সাহেবরে বললে ওনি একটা ব্যবস্থা নিবে। মিয়ার > কি এতবর কথা।

চেয়ারম্যানের পোলা বলে আমরা ওরে ক্ষমা করবো না। আমি এর তীব্র নিন্দা জানাই , আমি উচ্চস্বরে এর ক্ষোভ প্রকাশ করছি, আমি এর দৃস্টান্তমূলক শাস্তি চাই, আমি এর জন্য তদন্ত টিম গঠন করবো, আমি আজই সংবাদ সম্মেলন করে এর বিহিত করবো, আমি এরুপ নিকৃষ্ট কাজের জন্য উপযুক্ত জরিমানা করেই ছাড়বো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ....... মিয়ার > ভাই সাহেব, আমাকে যেতে দেন, চেয়ারম্যান সাহেব মোবাইল করলে অত্যন্ত ছাগলটা জবাই করা বন্ধ হবে। !!!!! পাঠক বৃন্দ ততক্ষণে ছাগলের মাংস দিয়া ভুনা খিচুড়ী খাওন শেষ। এই আরকি আমাদের অবস্থা। (মাঝে মাঝে একটি করে গল্প উপহার দিতে চাই) --- ওমাহীভাই


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।