আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় ফলের অবমাননা !!



আপনারা তো সবাই জানেন আমাদের জাতীয় ফল কাঁঠাল । এর স্বাদ এবং পুষ্টিগুনও আপনারা জানেন । এখন এই ফলটির যে পাকার সময় তা আমার মনেই ছিলনা । গতকাল ঘরের বারান্দায় বসে আছি, হঠাৎ দেখি একজন পাকা কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছে । আর আমারও মনের মধ্যে এই রসাল ফলটির মনমাতানো সুবাস আর স্বাদ উকিঝুকি দিতে লাগল। কি আর করা আব্বুকে বললাম কাঁঠাল কেনার কথা, কিন্তু বিপর্যয় টা ঘটলো তখনি "আম্মু এসে হাজির" । কাঁঠাল এর কথা শুনে বললেন "খুবি ঝামেলা পুর্ন জিনিস, সারা ঘরে আঠা লেগে যায়, কাঁঠাল ভাংগা অনেক কষ্ট, হাতে তেল মেখে আঠা তোলা খুবি কষ্টকর ইত্যাদি ইত্যাদি"। ফলাফল আপাতোত বাজারে যাওয়া বন্ধ, কাঁঠাল খাওয়ার আশা দুই তিন দিনের জন্য নিরাশা হয়ে মিলিয়ে গেল। কিন্তু জাতীর বিবেকের কাছে আমার প্রশ্ন জাতীয় ফল কাঁঠাল সম্পর্কে আমার আম্মু যেসকল নেতিবাচক কথা বার্তা বলেছেন তা কি আমাদের জাতীয় ফলকে অবমাননা করার সামিল না? এ ব্যাপারে তার বিরুদ্ধে দেশদ্রহের মামলা দেওয়া কি উচিৎ না?? দেশে তো এখন মামলা হামলার মহড়া চলছে কারণে অকারণে, এই সুযগে দেবনাকি একটা মামলা ঠুকে আম্মূর বিরুদ্ধে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.