আমাদের কথা খুঁজে নিন

   

নানার জন্মদিনে, শুভেচ্ছা আদর-বীণে

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. নানার জন্মদিনে, শুভেচ্ছা আদর-বীণে লুৎফুর রহমান তাক ধিনা ধিন তা না জন্মদিনের রাজপুত্র আজকে আমার নানা চৌদ্দ বছর হলো ভাইয়ের নেইতো যাদের জানা জন্মদিনে প্রীতি আদর ওরে প্রাণের নানা। ঘুম পাড়ানি গান শুনাতে ছড়া আমার শুরু তিন ভাই আর দু বোনের ভাইটি সবার 'হুরু' ভালবাসার অসীম আকাশ দিলাম তোকে পুরো। আঁকাশ ছুঁয়ে যাসরে নানা সবাইকে যা ছাড়িয়ে বুকেই নেবে ভাই বলেরে নিজের দুহাত বাড়িয়ে মানুষ নামের মানুষ হলে শ্রদ্ধা দিমু দাঁড়িয়ে। তাক ধিনা ধিন ধিন আমার প্রিয় ছোট ভায়ের আজকে জনম দিন চিরদিন হোত তার-ই এমনটা রঙিন শুভ জন্মদিন।

*** আমার আদুরের ছোট ভাই সাইদুর রহমান। সবাই ওরে আদর করে নানা ডাকি। দেখতে দেখতে বুড়োটা ১৪ পার করে ফেল্লো। ও যখন ছোট ছিলো ২০০০ সালে ওরে ঘুম পাড়ানি গান শুনাতাম নানা ছড়ায়। একসময় ছড়ার প্রেমে পড়ে গেলাম।

আর ছড়া লিখতাম আর তাকেই প্রথম শুনাতাম। আমার ছড়ার প্রথম পাঠক সে। আর তাকে শুনানোর জন্যেই ছড়াকে ভালবাসলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.