আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: জিসান শা ইকরাম, এবং জাতির নানার ব্যান চাই.... একটা হট পোষ্ট

এখনো গেলনা আঁধার............... জিসান শা ইকরাম কে নিয়া জাতির নানা গুতাগুতি, লুল শা সম্বোধন সহ বিভিন্ন পোষ্টে তাকে নিয়া মাতামাতি দেখে চিন্তা করলাম লোকটা কি আসলেই লুল। তার সাথে পরিচিত হবার ব্যাপক আগ্রহ পোষিত হল। ফেসবুকে রিকোয়েস্ট পাঠালাম। রিকোয়েষ্ট একসেপ্ট করা হল। সুযোগ মত চ্যাট করলাম।

চ্যাট করতে করতে দেখি তিনি বঙ্গবন্ধুর কড়া ভক্ত। জাতির নানা একে কিভাবে লুল বলতে পারেন? জাতির নানার চিন্তায় আসলে গলদ আছে। জাতির পিতার যে ভক্ত তাকে জাতির নানা লুল বলতে পারেনা। জাতির নানার বিচার চাই। একটা উচ্চমার্গীয় পোষ্ট।

জিশান শা ইকরামের আজকের ফেইস বুক status এই। শেয়ার করলাম সবার সাথে। মিরজাফরের কবরের পাশে লেখা আছে , " এই কবরে জুতা নিয়ে উঠিবেন । " স্বাধীনতার মাস এখন। বাংলার মীরজাফরের উত্তরসূরি মৃত রাজাকারদের কবরে জুতা দিয়ে সন্মানিত করার চিন্তা করছি।

এবার ২৬ মার্চ ওদের কবরে জুতা দেব। খুজতে হবে আমাদের এলাকায়- রাজাকারদের কবর পাওয়া যায় কিনা !! পুনশ্চ: আসলে তিনি লুলই। কারণ, আইনষ্টাইনের সুত্র মতে: প্রত্যেকটা আওয়ামী সাপোর্টার = লুল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।