আমাদের কথা খুঁজে নিন

   

ছেঁড়া কবিতা

পড়,জান,জানাও

কবিতার খাতায় এলোমেলো সব শব্দের ভীড়ে পড়ে থাকে এক ছেঁড়া কবিতা, কোন এক ক্লান্ত দুপুরে লিখতে গিয়েও হয়না লেখা সে কবিতা। অভিমানী শব্দগুলো আশায় থাকে আমার কলমের স্পর্শের, আর স্বার্থপর আমি মনের ভুলে ফেলে রাখি তাদের। অনেক কবিতায় ভরে যায় আমার খাতা তবুও পড়েনা মনে আমার সেই কবিতার কথা। নাম না দেওয়া সে কবিতার সব ছন্দ সব শব্দ আত্নহত্যার জন্য তৈরী হয়, হয়ে যেতে চায় নিজে থেকেই স্তব্ধ। সে স্তব্ধতায় কখনো থামেনা আমার লেখা আমি লিখে যাই অগনিত শব্দ আর ছন্দের কবিতা। ছেঁড়া কবিতা খালি বলে যায় স্বপনে আমার তুমি আরো লেখো কিন্তু কোভু করোনা অবজ্ঞা শব্দমালার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।