আমাদের কথা খুঁজে নিন

   

আমি চিৎকার করে কাদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার...।

ভালবাসি আমি তাই ফিরে যায়,ভালবাসি বলে শূন্য হতে চাই........। আমি চিৎকার করে কাদিতে ছাহিয়া, করিতে পারিনি চিৎকার , বুকের বেথা বুকে জমিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার । । ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হওয়া সত্তেও দেশের অন্যতম বৃহৎ একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে রিমান্ডের নামে দিনের পর দিন থানা হাজতে নির্যাতনের ঘৃণ্য নেক্কার জনক কাজ করে যাচ্ছে । আন্ডার গ্রাউন্ড মাফিয়া বা সিরিয়াল কিলার দের মত ডাণ্ডা বেড়ী পরিয়ে আদালতে হাজির করা হচ্ছে একটি ছাত্র ও ছাত্র সংগঠন এর কেন্দ্রিয় সভাপতিকে যেখানে রানা কে হাজির করা হই হেলিকপ্টারে ।

তবে কেন এই বৈষম্য ?? শুধু মাত্র ইসলামী একটি ছাত্র সংগঠন এর সভাপতি হওয়ার কারনেই আই নির্যাতন ?? যার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছাড়া কোন রকমের ক্রাইম এর অভিযোগ নেই, শুধু মাত্র ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি (দেলাওয়ার হোসেনকে) ৫ দফায় মোট ৫৩ দিন রিমান্ডে নিয়ে ব্যাপক নির্যাতন ও গতকাল রিমান্ড থেকে মুমূর্ষু অবস্থাতেই ডাণ্ডাবেড়ি পরিয়ে তাকে পাজাকোলে করে পুলিশ সদস্যরা আদালতে হাজির করে। নতুন করে আরও ১৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে !!! আইনের শাসন , মানবতা & গনত্রন্ত্র সবেই জেন আওয়ামী বাকশালি রোষানলে পিষ্ট । কোন কিছুই আওয়ামীলীগ কে থামাতে পারছে না । একের পর এক ,এমন সব কাজ করে যাচ্ছে যার পক্ষে কোন সুস্থ স্বাভাবিক মস্তিস্কের মানুষের বিন্দু পরিমান সায় থাকতে পারে না । শিল্পী হায়দার আলীর মতোই আমি এবং আমার মত নিরিহ মানুষ বেমালুম ভুলতে বসেছি আমাদেরও স্বাধিকার আছে , কিছু বলার ও করার শক্তি আছে ।

আমার দেশের মানবতা আজ বড্ড অসহায় কিছু ক্ষমতা লোভী আর তথাকথিত কিছু গনত্রন্তের ব্যাবসায়ির হাতে। মুক্তিযোদ্ধা হয়েও কেউ হচ্ছে রাজাকার , পাক আর্মির দোসর হয়েও কেউ আজ মন্ত্রি, সত্যি সেলুকাস এই দেশ। আওয়ামীলীগ র পক্ষ বিপক্ষ এখন মুক্তিযোদ্ধা আর রাজাকার বিচারের মানদণ্ড । চেতনার কথা বলে দেশে এখন সব কিছুর বৈধতা পাওয়া যায় । চেতনা ব্যবসায়িরা চেতনা নিয়ে লাফালাফি করতে করতে, নিজেদের চেতনাই পিছন দিয়ে বের করে দিয়েছেন কিন্তু হুশ নেই !! চেতনা যদি হয় মানুষ হত্তার বৈধতা , চেতনা যদি হয় আমার নাগরিক অধিকারের ভক্ষক, চেতনা যদি হয় আমার ভাইয়ের রক্তের বন্যা, চেতনা যদি হয় আমার ইসলামের ( মুসল্মানিত্তের) মুখোমুখি , চেতনা মানে যদি হয় নারী আর মাতলামির বৈধতা , তবে সেই চেতনার নামে কলঙ্ক গ্লানি আমার দরকার নেই......।

। কিছু অনলাইন আর অফলাইন বুদ্ধিজীবী পৈত্রিক বিবেক বুদ্ধি আর মানবতা বিসর্জন দিয়ে দৈনিক আমার দেশ সম্পাদক গ্রেপ্তার আর বন্ধ করে দেওয়া, রাতের অন্ধকারে হেফাজতি হত্তা, দিগন্ত ও ইসলামিক টিভি বধ ইত্তাদি কাজের বৈধতা দিতে আদা জল খেয়ে কমরে কাছা মেরে ফিল্ড ওয়ার্ক করতে ব্যস্ত । চোখ বন্ধ করে কাকের আবর্জনা ভক্ষন, সে ভাবে তাকে কেউ দেখছে না......তথা কথিত বুদ্ধি ব্যবসায়িরা নিজেদের কাক সুলভ আচরণ থেকে ভোর হওয়ার আগেই বের হয়ে আসবেন বলে বোধ করি। জানেন ত, একটা আঙ্গুল অন্নের দিকে তাক করলে বাকি তিন টা কিন্তু নিজের দিকেই থাকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.