আমাদের কথা খুঁজে নিন

   

শহীদুল জহির স্মরকগ্রন্থ এবং আমার অভিজ্ঞতা

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে...

কান নিজের কাছেই ছিল... মেঘে মেঘে অনেক বেলা হলেও শেষাবধি যখন শহীদুল জহিরের ওপর প্রকাশিত স্মারকগ্রন্থখানি আমি সংগ্রহ করলাম, তখন হতাশ না হয়ে পারলাম না। কারণ, গত মাচ ২৫,২০১০ তারিখে প্রথমে একজন ব্লগার আমাকে সংবাদ সরবরাহ করলেন যে, তিনি আমার একটি লেখা স্মারকগ্রন্থে পাঠ করেছেন। প্রথমে আমি জনৈক ব্লগারের সংবাদ শুনে হতবাক হই, কারণ আমার লেখা প্রকাশিত হয়েছে অথচ আমি জানি না। আমার এই অসহায়ত্ব ও বিস্ময়ের কথা প্রকাশ করায় ওই ব্লগার আমার ক্ষেপে গিয়ে আমার ডিগ্রি এবং সুপারভাইজর পর্যন্ত তুলে নানান কথা শুনিয়ে দিলেন। কিন্তু কি আর করা... আমি যেহেতু স্বচক্ষে দেখি নি, তখন ব্লগার ভাইয়ের বক্তব্য নীরবে হজম করলাম।

এরপরেও মজার ব্যাপার হলো ওই ব্লগারের বক্তব্যের স্বপক্ষে আমার খুবই এক নিকটজন যখন সংবাদ দিল, তখন অনেকটা নিশ্চিত হলাম, তাহলে আমার লেখাটি নিশ্চয় শহীদুল জহির স্মারকগ্রন্থে আছে। কিন্তু হায়... পরের কথায় কান দিতে হয় না, আরো একবার প্রমাণিত হলো। অথবা চিলের পেছনে ছোটার আগে নিজের কানের খবর করতে হয়! অনেক কষ্টে যখন টাকা জোগাড় করে আজিজ মার্কেটের এক দোকানদারকে পাঠিয়ে দিতে বললাম স্মারকগ্রন্থটি, তা যথাসময়ে হাতে এসে পৌঁছালে জানলাম, দেখলাম... আমার লেখা নেই। এখন মনে হচ্ছে সেই ব্লগারের কথা যিনি কিনা আমার পড়ালেখা জানাশোনা এবং সুপাইভাইজর তুলে নানান কথা শোনালেন, তিনি নাকি নিজে এমফিল করতে গিয়ে সুপারভাইজরের জ্ঞানের বহর দেখে তল্পিতল্পা গুটিয়েছেন। এখন মনে হচ্ছে এটা তার জন্য যথার্থই হয়েছে।

অন্যথায় গবেষণার যে কি হাল হতো, তা নিশ্চয় পাঠক এতক্ষণে ওনার তথ্য পরিবেশনের কেরামতিতে উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। বলাবাহুল্য আমার লেখা নেই, এটা কষ্টের হলেও শহীদুলের ওপর চমৎকার একটি স্মারকগ্রন্থ প্রকাশ করার জন্য সাধুবাদ জানাচ্ছি 'পাঠকসমাবেশ'কে। একই সাথে শহীদুলের ওপর যারা আগ্রহী পাঠক-- তাদের জন্য গ্রন্থের গায়ের দাম প্রকাশক সংস্থা রেখেছে ৭৫০/- টাকা। অথচ আমি দেখার আগে ব্লগার মারফত জেনেছিলাম, গ্রন্থটির দাম নাকি ১২০০/- টাকা। স্মারকগ্রন্থ সম্বন্ধে প্রসঙ্গত উল্লেখ্য যে, এ গ্রন্থে শহীদুল জহির সম্পর্কে যে মূল্যায়নধর্মী লেখাগুলো সংযোজন করা হয়েছে, তা পূর্বেই বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল।

তবে স্মৃতিচারণমূলক লেখাগুলো এর আগে কোথাও আমার চোখে পড়ে নি। তারপরও গ্রন্থটি পাঠকদের নিকট সমাদৃত হবে এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। পরিশেষে বলব, ব্লগে কোন তথ্য দেয়ার আগে নিশ্চয় এরপর থেকে ব্লগারগণ সচেতন হবেন। অন্যথায়, ভুল তথ্য প্রদানের কারণে হয়তো আমার মতো অনেকেই নানা কারণে নানাভাবে কষ্ট পাবেন। অতঃপর আমার যেন আর কেউ ...


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.