আমাদের কথা খুঁজে নিন

   

সামু এখন ফেসবুক জ্বরে আক্রান্ত(মেজাজ খারাপ হইতে পারে সো পোষ্ট পড়ার গে সাবধা....ননন)

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

জ্বী আপু & ভাইজানেরা কথাটা যে সইত্য আশা রাখি সেই ব্যাপারে আপনারা আমার সাথে একমত তো সামুর জ্বর হোক আর ঠান্ডা লাগুক আমি এই মুহুর্তে সামুর মাথায় পানি ঢালতে/একটা প্যারাসিটামল খাওয়াইতে পারছিনা বলে মোটেও দুঃখিত না । কথা সেইটা না, কথা হইল ধরে পোষ্ট সংখ্যা ৯৮ তে আটকে আছে।

ভাইয়া খালি বলছিলো কিরে সেন্ঞুরী পোষ্ট দিবিনা? মিষ্টি খাওয়াবিনা? কিন্তু মাথায় কোন টপিক ই আসেনা। কী নিয়ে পোষ্ট দিবো। এই নিয়ে মহা টেনশিত না হলেও ইট্টু চিন্তিত ছিলাম। আজকে সামুর ফেসবুক জ্বর দেখে ভাললাম যা পাইলাম একখান(ফাঁকিবাজি ) টপিক। এই মুহূর্তে আমাদের গ্রাম্য(অন্য জেলায় বলে কিনা জানিনা) একটা প্রবাদ মনে পড়ে গেল আল্লার কাম আল্লায় করসছে, ঘরে আগুন দিয়া বাইত্যা(ছোট ইদুর) মারছে এটার অর্থা টা মনে হয় অনেকটা কারো পৌষ মাস কারো সর্বনাশ টাইপ।

তো যাই হোক পুউউউউরাই ফাউল একটা পোষ্ট দিলাম। কারো মেজাজ খারাপ হলে নীল-দর্পণ দ্বায়ী না(হেডলাইনেই দেওয়া আছে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.