আমাদের কথা খুঁজে নিন

   

উড়ছে স্বাধীন যান্ত্রিক প্রজাপতি



প্রথমবারের মতো উড়ছে যান্ত্রিক প্রজাপতি। জানা গেছে, হার্ভার্ড ও টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি এই যান্ত্রিক প্রজাপতি যে কোনো জীবন্ত প্রজাপতির মতোই উড়তে পারে। খবর নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিনের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোয়ালোটেইল প্রজাপতির অনুকরণে তৈরি এই যান্ত্রিক প্রজাপতির শক্তির উৎস একটি মাত্র ইলাস্টিক ব্যান্ড। জানা গেছে, এই ইলাস্টিক ব্যান্ড থেকে পাওয়া শক্তি ব্যবহার করেই এটি একটি জীবন্ত প্রজাপতির মতো ডানা ঝাপটে উড়তে পারবে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মাইক্রোরোবোটিকস বিজ্ঞানী হিরোটো তানাকা বলেছেন, ’আমাদের জানামতে পৃথিবীতে এটিই প্রথম মুক্তভাবে উড়তে সক্ষম যান্ত্রিক প্রজাপতি, এটি দেখতেও একটি জীবন্ত প্রজাপতির মতোই। উল্লেখ্য, ’হিরোটো তানাকা’ ও টোকিও বিশ্ববিদ্যালয়ের ’ইসাও শিমুয়ানা’ এই মডেলটি তৈরি করতে একসঙ্গে কাজ করেছেন। তানাকা আরো বলেছেন, ’আমরা এই যান্ত্রিক প্রজাপতিটিকে একটি আসল প্রজাপতির মতো ওড়ার ক্ষমতা দিতে পেরেছি, এটির ওড়ার ধরন, ডানা ঝাপটানোর গতি, ডানার আকৃতি সবকিছুই একটি আসল সোয়ালোটেইল প্রজাপতির মতো। ’ গবেষকরা জানিয়েছেন, এই যান্ত্রিক প্রজাপতিটি তৈরির মূল লক্ষ্য হচ্ছে- একটি আসল প্রজাপতির উড়বার পদ্ধতিটি আরো ভালোভাবে বুঝতে পারা। এই প্রজাপতিটি তৈরি করার সময় তারা আবিষ্কার করেন যে, যান্ত্রিক প্রজাপতিটির ডানায় আসল প্রজাপতির মতো যান্ত্রিক ধমনী স্থাপন করায় এটির ওড়ার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।