আমাদের কথা খুঁজে নিন

   

বাতাসে উড়ছে তোমার চুল



বাতাসে উড়ছে তোমার চুল বাতাস এসে লুকালো তোমার চুলে সারি সারি গাছেদের কাছ থেকে তারা নিয়ে এসেছিলো অজস্র কথা তাদের অব্যক্ততার ভার ঘুর্ণায়নমান প্রপেলার হয়ে উড়াউড়ি করে অরণ্যের গোলকধাঁধার মত তোমার চুলে একে অন্যের গায়ে লেপ্টালেপ্টি করে, আবার বিশ্লিষ্ট হয়ে তারা ভুলে যাচ্ছে সে গোপন বার্তা খেই হারালো, দিগভ্রান্ত; ক্রমশ একলা স্তম্ভিত, হতবিহ্বল; কী কথা, ওগো চুল, কী কথা? ২৬-২৯/১০/২০০৫.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।