আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাগ এবং বুয়েট

যত মত, তত পথ

র‌্যাগ শব্দটার সাথে আমার পরিচয় ঘটেছে ইন্টার ১ম বর্ষে । শুনেই তখন অবাক হয়েছিলাম। র‌্যাগ হতে হয়নি তখন, শুনেছিলাম এক বড় ভাইয়ের মুখে। তারপর ভুলেই গিয়েছিলাম। ইন্টার পরীক্ষার পর র‌্যাগ এর সাথে নতুন করে পরিচয় ঘটে।

ভর্তি পরীক্ষা দিতে যাওয়া বিভিন্ন বন্ধুদের কাছে র‌্যাগ এর গল্প শুনি। চবি তে পরীক্ষা দিতে যেয়ে এক বন্ধুকে প্যান্ট পর্যন্ত খুলতে হ্য়। জাহাঙ্গীরংর বিশ্ব্ববিদ্যালয়ের কথা একটু বলি। এক বন্ধুর সাথে বেড়াতে গেলে সালাম না দেওয়ার অপরাধে কিছু বড়ভাই আমাকে র‌্যাগ দেওয়ার চেষ্টা করে। আমি ঢাবি এর ছাত্র বললে আর কিছু বলে না ।

সেদিন বুয়েটের ওরিয়েন্টেশনে এক বন্ধুর ডাকে গেলাম। যেয়ে দেখি সবাইকে আটকে রেখে র‌্যাগ দেওয়া হচ্ছে। একটি ছেলে যাকে নাকি ১ ঘন্টা ধরে র‌্যাগ দেওয়া হয়েছে এর আগে, তাকে বড় ভাইরা বলছিল নীল ডাউন হয়ে বসতে। সে বসবে না। একগুয়ে আর প্রচন্ড জেদী ছেলের মতো দাড়িয়ে ছিল।

এক পর্যায়ে সে পকেট থেকে এন্টিকাটার বের করে। আর যাবে কোথায়? পুরো বুয়েট ঝাপিয়ে পড়ে ওর উপর। তারপরে হয়তো অনেক কিছু হয়েছে / হবে। আমি ঢাবি তে পড়ি। আমার বড় ভাইয়েরা আমাদের সাথে এমনিতেই ফ্রী হয়েছে , র‌্যাগ দিতে হয়নি ।

আমাদের বড় ভাইয়েরা আমাদের এমনিই খাওয়ায়। র‌্যাগ দিয়ে ফ্রী হতে হবে এমন কোনো কথা নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.