আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ঘটনা যেন আর কোন সম্রাটকে কেড়ে না নেয়

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

লোকাল বাসগুলো লক্ষ্য করলে একটা দৃশ্য দেখার অভিজ্ঞতা প্রায় সবারই হয়ে থাকে, তা হল যাত্রী নেয়ার জন্য এদের প্রতিযোগীতা। একই রুটের দুটো লোকাল বাসের চালক সবসময়ই নিজের বাসে যাত্রী বেশি পাওয়ার জন্য অপরটির সাথে প্রায় যুদ্ধ করে। যদিও পুরো বাসে একটা সিটও ফাঁকা নেই, হয়তো অনেকে দাঁড়িয়েও আছে, তবুও তাদের যাত্রী চাই। এই যাত্রী ধরার কায়দা করতে গিয়ে এক বাস আরেক বাসের সাথে ওভারটেকিং এর বিভিন্ন কায়দা কসরত করতে থাকে। বিশাল দেহের এসব বাসের যত্রতত্র ওভারটেকিং এর কারনে ঠোকাঠূকি বাঁধে, মাঝে মাঝে বাম পাশের লেনের ছোট গাড়িগুলোর সাথেও সংঘর্ষ বাধে।

আর এই ওভারটেকজনিত সংঘর্ষে বেশিরভাগ ক্ষেত্রেই আহত হয় লোকাল বাসে গেটে দাঁড়িয়ে থাকা যাত্রী ও কন্ডাকটর, রাস্তা পারাপারে রত সাধারন মানুষ এবং রিকশার যাত্রীগন। কাউন্টার ওয়ালা বাসগুলোতে সাধারনত যাত্রী উঠানামা নিয়ে তেমন কোন প্রতিযোগীতা হয়না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অপেক্ষাকৃত বড় ও বিশাল আকৃতির সিএনজি চালিত এ বাসগুলোর প্রস্থ রাস্তার প্রস্থের সাথে মানানসই না হওয়ার কারনে রাস্তায় যানজট ও বিভিন্ন দুর্ঘটনা ঘটার সুযোগ থেকে যাচ্ছে। তারওপর সিএনজি অটোরিক্সার মতো সিএনজি চালিত এ বাসগুলোর চালকের মধ্যে হাই এক্সিলারেশন ও হার্ডব্রেক করার প্রবণতাও অনেক বেশি। এমনিতেই এই বাসগুলোর সাইজের তুলনায় ইন্জিন খুব বেশি শক্তিশালি নয়।

যাত্রীর সংখ্যা বাসের সংখ্যার তুলনায় পর্যাপ্ত না হওয়ায় এসব বাসে কানায় কানায় ভরে যাত্রী উঠানো হয়। যানজটে ভরা রাস্তা একটু ফ্রি পেলেই গাড়িগুলো হাই এক্সিলারেশনে গাড়িকে টান দেয়। ছুটতে ছুটতেই আবার হঠাৎ করে হার্ডব্রেক চেপে দুর্ঘটনা এড়ায়। প্রায়ই দেখা যায় এই বাসগুলো রাস্তার ডিভাইডারের উপর চড়ে বসে, কখনো আবার যাত্রীদের উপরও চড়ে বসে। রাস্তার পাশ দিয়ে চলা রিকশাকে গুতো দেয়, কখনো কখনো সামনের গাড়ির বাম্পার ভেঙে ফেলে।

ঢাকার রাস্তায় যানজট ও দুর্ঘটনা দুর করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। আজ যদি পরিকল্পনা করা হয়, তবে আশা করা যায় আগামীকাল পরিকল্পনা করলে তা বাস্তবায়ন হতে যত সময় লাগার কথা তার চেয়ে অন্তত: একদিন কম লাগবে। যত দ্রুত সম্ভব কিছু একটা করা দরকার। নইলে ক্ষীনগতির অনিরাপদ ঢাকা পুরোপুরিই একটা স্থবির মৃত্যুফাঁদে পরিণত হবে। বাসে চাপা পড়ে নিহত বুয়েটের ছাত্র সম্রাটের জন্য দু:খ ও বাসচালকদের প্রতি ক্ষোভ প্রকাশ করছি।

এ পোস্টটি সম্রাটের জন্য উৎসর্গ করা হলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।