আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগাররা আসেন একটা গান লেখি

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!

প্রায় বছর হতে চলছে কিছুই করতে পারছিনা। দেশে আসার কথা ছিল কিন্তু আর হয়তো আসা হবেনা। তাই দেশে আসার চিন্তা বাদ দিয়েছি। LOGIC PRO 9 কেমন এবং কি কি করতে পারে জানার এবং দেখার জন্য আই ম্যাক কিনেছি। কিন্তু এখন আর কিছু ভালা লাগেনা।

ঘুরেফিরে সেই গুলআলো এখন গান বাজনাও আর ভালা লাগেনা। নিজের গান গাইতে মন চায়না। সব গুলা বেতাল মার্কা, সুর দিতে পারিনা দাঁত কটকটকি করে। আসেন সবই মিলে একটা গান লেখি। মনের কথা, মনে দুঃখ গুলা লেখেন দেখি সুর দিতে পারি কিনা।

দয়া করে অশ্লিন কিছু লেখবেন না। একটু আড্ডা দিতে চাই, জানি আমার গান কেউ শুনবেনা, কারণ আমি গান গাইলে আমার বাসার সামনের গাছে বসা কাউয়া গুলা কানে ডান দিয়ে উড়াল দেয় আমি শুরু করলাম, অন্তের কথা অন্তর্যামী জানেন মরমি তা জানতে চায় না, কম হলেও ১২/১৪ লাইন লাগবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.