আমাদের কথা খুঁজে নিন

   

কানার হাট বাজারে মুসা ইব্রাহীম



পাভেল আর শারমীন ভালোবেসই বিয়ে করে। বিয়ের কিছুদিন পরেই তাদের সংসারে অশান্তি দেখা দেয়। কারনটা অনুসন্ধ্যান করে যানা যায় সন্দেহের ভাইরাস ঢুকে পরেছে সংসারে। কেউ কাউকে বিশ্বাস করে না। পরিবারের গন্ডি ছাড়িয়ে তাদের সন্দহের মাত্রা ছড়িয়ে পড়ে অফিস, রাস্তা ঘাট, বন্ধুদের আড্ডায়।

এ সমস্যাটা এখন হরহামেষাই আমাদের চারপাশে দেখা যায়। সন্দহের আগুনে প্রতিদিন জ্বলে পুরে মরছে হাজারো মানুষ। মনোবিজ্ঞানিদের মতে এরা একটা সময় সবাইকে অবিশ্বাস করে। কি সে বন্ধু কিংবা সন্তান অথবা প্রেমিকা। মানব সমাজে প্রতিটি যুগে এদের উপস্থিত ছিল।

অবিশ্বাস আর সন্দহের বেড়াজালে তারা এক সময় হয়ে ওঠে স্বার্থপর মানুষ। চায়ের দোকান, পাড়া মহল্লা, ফাইভ স্টার হোটেল থেকে ছালাদিয়া সব জায়গায় গত কয়েকদিন ধরে মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের গল্পটা আলচ্য বিষয় ছিল। আমাদের এ সামুতেও কম কথা হয়নি। গত ২৪ মে সামুতে ‘এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীমকে অভিনন্দন’ জানানো হয় নোটিশ বোর্ডে। অনেক বন্ধুরাই শুভেচ্ছা ও অভিননন্দন জানিয়েছেন এ বীরকে।

আবার আরেক দলের দেখা মিলিছে যারা মুসা ইব্রাহীমের এ সাফ্যলের সন্দেহ পোষন করেছেন। তাদের কেউ কেউ বলেছেন কি প্রমাণ আছে মুসা ইব্রাহীম যে এভারেস্ট জয় করেছেন। সেই সন্দেহ পোষনকারীদের বলতে চাই। আপনার এখন লোক সমাজে মুখ দেখাবেন কিভাবে। জাতী যখন মেতে ওঠবে মুসা ইব্রাহীমের জয়গানে।

আপনারা তখন কুনোব্যাঙের মত ঘরের কোনে বসে নতুন কুট চালে মেতে ওঠবেন নিশ্চয়ই। অনেকেই হয়তো বলতে পারেন মুসা ইব্রাহীমের বিজ্ঞাপন করছি আমি। ব্যক্তি মুসা ইব্রাহীম না । একজন বীরের সাফল্যগাতায় যে কালিমা লেপে দিয়েছে গুটি কয়েক মানুষ তাদের কথা বলছি। ধীক্কার জানাই তাদের।

আমরা জাতি হিসেবে কতটা সংকৃন্নমনা তা আবারো প্রমান দিলাম। একই সঙ্গে মুসা ইব্রাহীম প্রমাণ করেছেন আমরা ইচ্ছে করলে বীরের সাফল্যগাতাও ছিনিয়ে আনতে পারি। চাঁদে মানুষ ওঠেছে কি না তা নিয়ে বির্তক আছে। প্রথম এভারেস্ট বিজয়ী কে তা নিয়ে নতুন করে বির্তক সৃষ্টি হয়েছে। তবে এটা ধ্র“ব সত্য প্রমানিত হয়েছে একজনন বাংলাদেশী বুকে লাল সবুজের পতাকা ধারন করে এভারেস্টের বুকে একে দিয়েছেন পদ চিহ্ন।

মানুষ তার স্বপ্নের সমান বড় হতে পারে না। মানুষ বড় হয় তার ধৈর্য্যরে সমান। মুসা ইব্রাহীম তার ধৈর্য্য আর অধ্যাবসায়ের ফলে আজ এভারেস্টেকে পদদলিত করতে পেরেছেন। যেমনটি করেছিলেন ‘ওল্ড ম্যান এন্ড দ্য সি’ এর সেই বুড়ো জেলে। লালন সাই জির সেই গানটা মনে পড়ে গেল ‘এসব দেখি কানার হাট বাজার’।

আমরা আসলেই কানার হাট বাজারে বসবাস করছি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.