আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় ইসরায়েলের পাল্টা গুলি

মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়া থেকে ছোঁড়া গুলির আঘাতে সামরিক বাহিনীর একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কেউ হতাহত হয়নি। এর জবাবে সেনারা “নিয়ন্ত্রিত গুলিবর্ষণ” করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
গুলিবর্ষণের এই ঘটনাকে ইসরায়েল “উদ্বেগের সঙ্গে” পর্যবেক্ষণ করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয়বারের মতো সিরিয়া সীমান্তে গুলিবর্ষণের ঘটনা ঘটলো বলে জানিয়েছে ইসরায়েলি সেনা রেডিও।


১৯৬৭ সালে তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল, পরে সিরিয়ার ওই অংশটিকে ইসরায়েল রাষ্ট্রের সীমানাভুক্ত করা হয়।
সিরিয়ার গৃহযুদ্ধে ইসরায়েল কোনো পক্ষ না নিলেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সম্প্রতি লেবাননি রাজনৈতিক ও আধা-সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ জড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়ে।
এর আগে হিজবুল্লাহর কাছে সিরিয়া থেকে অস্ত্র সরবারাহ করা হচ্ছে সন্দেহে চলতি মাসে দুইবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল।
২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে এক অসম যুদ্ধে জড়িয়ে ৩৪ দিন পর্যন্ত লড়াই অব্যাহত রেখেছিল হিজবুল্লাহ। পরে কোনো জয়-পরাজয় ছাড়াই দুইপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.