আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মায় কয়েক ঘন্টা !!!

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

মনের বসন্তে বর্ষার ঝড় করলো আমাকে উথাল-পাতাল বর্ষা তো হায় স্বল্প সময় বইবে এ ঝড় মনে অনন্তকাল !! সহযাত্রী হয়ে স্টিমারে যে জন বসলো পাশে আমায় ধন্য করে যেন এমন কাউকে চেয়ে আসছি লক্ষ কোটি বছর ধরে । মেকাপ বিহীন চিকন চাকন গড়ন শ্যামলা একহারা গঠন সাজ-সজ্জায় হলেও অতি সাধারন লাগছিলো তাকে অসাধারন চকিতে জরিপ করে দৃষ্টি আমার হয়ে খানিক বেসামাল !! চকচকে রোদ্দুরে মেঘমুক্ত ছিল দুপুরের আকাশ গাছের পাতারাও ছিল ধীর স্হির একটুও যেন ছিলনা বাতাস এমতাবস্তায় চেয়ে থাকাতে মিষ্টি কিশোরীর মুখে অপ্রত্যাশিতভাবে উঠলো ঝড় পদ্মার বুকে নয়, আমার বুকে দমকা হাওয়ার দাপটে সে ঝড় এমনই মধুর মাতাল !! অনুমান করি, হয়ত তাকেও স্পর্শ করে সেই ঝড় ক্ষণে ক্ষণে তার চোরা চাওনি ভ্যাবাচেকা খেয়ে করে নড়চড়। গল্পে কারো সাথে মত্ত ছিল ক্ষণিকের প্রতিবেশী মার্জিত বাচন শৈলী দিয়ে ব্যাক্তিত্বশীল কথা-হাসি ঘুরছিলো আমাতে বর্তমান আর ভূত-ভবিষ্যত কাল !! যাত্রা ছিল একই জায়গা হতে গন্তব্যও একই ঘাটে ভ্রমনকালে কত কথা হল চোখে চোখে নীরব ভাষায় ফুটে হলনা কেবল মুখের কথায় কোন হৃদয়ের চেনাজানা দুজনেরে ঘায়েল করে সংকোচ দেয়নি জানতে কারো ঠিকানা পথ দুজনকে দু'দিকে নিলো নিয়তির ছিল এ খেয়াল !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.