আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মায় নৌকাডুবিতে নিহত ৩, নিখোঁজ ৩৫

রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছে ৩৫ জন। বাংলানিউজ টুয়েন্টিফোর.কম

গতকাল বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ দমকা হাওয়ায় নদী পারাপারের সময় নৌকাটি ডুবে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। জানা যায়, ৫০ জনের মতো যাত্রী নিয়ে গোদাগাড়ীর হাটপাড়া খেয়াঘাট থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা চাঁপাইনবাবগঞ্জের আলতুলি ইউনিয়নের বগচর লুটারু পাড়া যাচ্ছিল। দুপুরে পথিমধ্যে হঠাৎ প্রবল বাতাস ও সে াতের তোড়ে নৌকাটি ডুবে যায়।

কিছু সময় পর নদীতে ভাসমান অবস্থায় এক শিশু ও দুই ব্যক্তির লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশু নাম ইসরাত (৩) চাঁপাইনবাবগঞ্জের চর আলতুলি ইউনিয়নের পশ্চিম কোদালকাটি এলাকার সাহেব আলীর মেয়ে। নিহত দুই ব্যক্তির একজন হলেন, একই গ্রামের দেলোয়ার হোসেন বাদশা (৩৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে, এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে তাদের কারো নাম ঠিকানা জানা যায়নি। নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশের খোঁজ শুরু করেছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোকাদ্দেম আলী বাংলানিউজকে জানান, তারা ঘটনাটি শুনেছেন। তবে কতজন হতাহত হয়েছে তা জানেন না।

এদিকে, নিখোঁজ থাকা ব্যক্তিরা নদীর প্রবল সে াতে ভেসে ভারতের ভবনগোল?া থানার খড়িবোনা চর এলাকায় ঢুকে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

হাটপাড়া ঘাটের ইজারাদার সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নৌকাডুবির সঠিক খবর জানাতে পারেননি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.