আমাদের কথা খুঁজে নিন

   

প্রলয় মাতম.....

"আমি যে নজরুল, রবীন্দ্র, ফররুখ আমি যে সুকান্ত; নির্ভয়ে হেঁটে চলি নির্জনে অসহায়, আমি এক পান্থ।"

প্রলয় মাতম মাতম উঠেছে প্রলয়ের আজ গড়া ভিত কাঁপে, ভাঙে নিশান, দুঃশাসনের টুঁটি ছিড়ে ফের সিংহাসনেই কুঠার হান, ভয় কিরে তোর? সত্যের ভয়ে মিথ্যে স্বতঃই হবেরে ম্লান, হুংকারে ফের ডঙ্কা বাজারে দাফন সাজাতে মহাশ্মশান, বিলিয়ে প্রাণ আজ জালিম প্রাসাদ করে দেরে খান খান॥ ডুবিছে সূর্য, লুটিছে শৌর্য ঐ দিগন্ত দূর পানে, ওঠরে নবীন, বাজারে ও বীণ দেশ জাগা তোর সুর টানে। জাতি আজ উবে গেছে, ভাতি আজ নিভে গেছে, সাহসী সূর্য জ্বলে বারেবার অন্ধকারেই ডুবে গেছে। জাগাতে জাতিরে, হঠাতে ঘাতীরে ওড়া ওড়া ফের তোর নিশান তোর নিশান...... বিলিয়ে প্রাণ আজ জালিম প্রাসাদ করে দেরে খান খান॥ উঠেছে প্রলয়, ভেঙেছে আলয় মাথা চাড়া দেয় শয়তানে, বেলা যায় ঢের, উঠে আয় ফের ছুটে আয় আজ ময়দানে। ঘুমাবিরে কত আর? ডেকে ফিরি শতবার একবার জেগে বাচাঁ আজ দেশ মুছে দেরে ক্ষত তার। বলে বলীয়ান, হ আগুয়ান গা গা ওরে জয়ের গান জয়ের গান...... বিলিয়ে প্রাণ আজ জালিম প্রাসাদ করে দেরে খান খান॥ ভেঙেছে দেয়াল, হয়েছে খেয়াল দেশ লুট করে জ্বীনবেশী, টুটি চেপে তোর, মুঠি ফাপেঁ ওর দেখ দেখ ওরা ভিনদেশী। ভেঙে দেরে ষড়যন্ত্র, কেড়ে নেরে ডর মন্ত্র, তুড়ি দিয়ে ওড়া সহসারে তুই বাতিলের জড়তন্ত্র। তাড়াতে দৈত্য, বাচাঁতে মর্ত্য মহা সমরের বাজা বিষাণ বাজা বিষাণ ...... বিলিয়ে প্রাণ আজ জালিম প্রাসাদ করে দেরে খান খান॥ - অচিন পথিক ১২.০৩.১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।