আমাদের কথা খুঁজে নিন

   

Task Manager disable হলে করণীয়.........



কিছু কিছু virus/ trojan আমাদের কম্পিউটারের Task Manager disable করে দেয়। ফলে যখন alt+ctrl+del চেপে আমরা Task Manager খুলতে যায় তখন আমাদের কে এরর দেয় যে, “Task Manager is being disabled by your administrator”. আমরা দেখবো কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। সমাধান: ১. Run এ গিয়ে লিখুন gpedit.msc এবং OK করুন। তাহলে Group Policy settings window তে ঢুকতে পারবেন। এখন Group Policy settings window তে User Configuration সিলেক্ট করুন।

২. Administrative Templates সিলেক্ট করুন ৩. System সিলেক্ট করুন । ৪. Ctrl+Alt+Delete options টি সিলেক্ট করুন। ৫. এবার Remove Task Manager এ Double-click করুন এবং এখান থেকে disabled সিলেক্ট করে OK করুন। যারা Windows XP Home Edition ব্যবহার করেন তাদের জন্য নিচের সমাধান দেওয়া হল। Run এ গিয়ে লিখুন regedit এবং OK করুন।

এখন নিচের Navigation টি সিলেক্ট করুন। HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System এখানে আপনি DisableTaskMgr - registry key দেখবে পাবেন এখানে REG_DWORD এ Double click করে Value 0 করে দিন। এখন registry থেকে বের হয়ে আপনার PC restart করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.