আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আসবে ?

পথের প্রান্তে আমার তীর্থ নয় ,,,,,পথের পাশেই আছে মোর দেবালয়
তুমি আসবে! সত্যি কি তুমি আসবে? এই প্রচন্ড রৌদ্রে পূড়ে যাওয়া ভর দুপুরে! নাকি শেষ বিকেলের নরম আলোয় নরম সবুজ ঘাসের গালিচা বিছানো সেখানে, যেখানে চড়ুইয়ের নিত্য কিচিমিচি! কি পরবো বলোতো শাড়ী নাকি অন্যকিছু? কি পড়লে তোমার কল্পনায় মিশে যাবো আমি? সেই নীল ডুড়ে শাড়ীটা, নাকি লাল কালো কমলার অন্তরংগ আল্পনা আঁকা, মাঝে মাঝে কাঁচের ঝিলিক ? শ্যাম্পু করা চুল গুলো বাতাসে উড়ছে তুমি কি মিষ্টি কোন গন্ধ পাচ্ছ তাতে? মেহেদীতে রাঙাতে চেয়েছিলাম হাত সে তো দেরী হয়ে যাবে, বড্ড অভিমানী তুমি ফিরে যাবে সেই ভয়ে,নেলপলিশের রঙেই নখগুলো গোলাপী হলো কি? না গোলাপীতো নয়! মভ কালার। অনামিকায় পান্না আর হীরে বসানো আঙটি ঝিলিক দিচ্ছে আমার চোখের তারার মত। তোমার দিকে হাত মেলে জানতে চাইলাম, 'দেখতো কেমন লাগছে? তোমার জন্যই আমি আজ নেলপলিশ দিয়েছি'। যদিও ধরোনি হাত,শুধু বল্লে খুব সুন্দর তো, জানো খুশীতে হারিয়ে গেলাম আমি তেপান্তরের মাঠে। ২১ শে মে, ২০১০ সকাল ৯:১৬ *****
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।