আমাদের কথা খুঁজে নিন

   

বাচঁতে হলে জানতে হবে -১৭



(আগের লেখা গুলোর লিংক দিলাম না। এখানে ১৯২১থেকে১৯৪০সাল পর্যন্ত দেয়া হলো। বাকি গুলো পরে যথা সময়ে দেয়া হবে। এই তথ্য গুলো সংগ্রহ করতে আমার সাড়ে চার বছর লেগেছে। অসংখ্য বই পড়তে হয়েছে।

দিনের পর দিন সকাল থেকে রাত পর্যন্ত লাইব্রেরীতে থাকতে হয়েছে। কতদিন দুপুরে খাওয়া হয়নি। কিন্তু কেউ এই মূল্যবান তথ্য গুলো পড়তে চায় না। জানতে চায় না। দুঃখ হয়) ১৯২১সাল লাহোর দূর্গে বাংলার বিপ্লবী নেতা যতীন দাস বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের উদ্দেশ্যে একনাগাড়ে ৬৩ দিন অনশন ধর্মঘট পালন করেন।

উপেন্দ্রনাথ(বাঙ্গালি চিকিৎসা বিজ্ঞানী)কালা জ্বরের ইঞ্জেকশন আবিস্কার করেন। আহমেদ শরীফ চট্রগ্রামে জন্মগ্রহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। (১,জুলাই) বিভূতিভূষন বন্দোপাধ্যায়ের প্রথম গল্প 'উপেক্ষিতা' প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবন শুরু। ১৯২২সাল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।

সিন্ধু সভ্যতা আবিস্কৃত হয়। বি.বি.সি স্থাপিত হয়। অসহযোগ আন্দোলনের পরিসম্পাপ্তি ঘটে। দিল্লী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯২৩সাল অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য পরিষদের চর্তুদশ অধিবেশনে পঞ্চানন দর্শন শাখার সভাপতি ছিলেন।

লীলা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাএী। (ইংরেজীতে এম.এ ডিগ্রী অর্জন করেন। ) ১৯২৪সাল ফয়'জ লেকটি খনন করে রেলওয়ে প্রকৌশলী ফয় এর নামে নাম করন করা হয়। মোবাইল তৈরী হয় এবং নিউইয়র্কের পুলিশের গাড়িতে ব্যবহৃত হয়। ১৯২৫সাল কাজী নজরুল ইসলামের সম্পাদনায় সাপ্তাহিক পএিকা 'লাঙল' প্রকাশিত হয়।

অমূল চরন বিদ্যাভূষন সম্পাদিত বঙ্গীয় মহা কোষ ১ম খন্ড প্রকাশিত হয়। ১৯২৬সাল বাংলা সাহিত্যের জনপ্রিয় সাম্যবাদী কবি সুকান্ত ভট্রাচার্য জন্মগ্রহন করেন। জনপ্রিয় অভিনেতা উওম কুমারের জন্ম। রকেট আবিস্কার হয়। (যুক্তরাষ্টে,ডঃরর্বাট হ্যারিং গভার্ড) রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন।

ইউরোপ ভ্রমন করেন রবীন্দ্রনাথ ঠাকুর মুসোলিনীর নিমন্তনে। কাজী নজরুল ইসলাম লক্ষীপুর শহরে আসেন। (জুন মাসে) ১৯২৭সালে কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস 'বাধন হারা' প্রকাশিত হয়। ১৯২৮সাল বিপ্লবী গেরিলা নেতা চে গুয়েভারা আজেন্টিনায় জন্মগ্রহন করেন। চন্দ্র শেখর বেঙ্কট রামন আবিস্কার করেন সমুদ্রের জল নীল রং হবার প্রকৃত কারন।

অস্কার পুরস্কার প্রদান শুরু হয়। ফ্লেমিং পেনিসিলিন তৈরি করেন। জীবনানন্দ দাসের প্রথম কাব্য গন্থ 'ঝরা পালক' রচিত হয়। রন সংগীত সর্ব প্রথম প্রকাশি হয়। ১৯২৯সাল রবীন্দ্রনাথ কানাডা ভ্রমন করেন।

কবি শামসু রাহমানের জন্ম। পিকিং এর নিকট প্রাগৌতিহাসিক মানুষের মাথার খুলি পাওয়া যায়। জাহানারা ইমাম জন্মগ্রহন করেন। ১৯৩০সাল শহরাঞ্চলে রিক্সার প্রচলন হওয়ার পর থেকে পালকি একেবারেই বাতিল হয়ে যায়। লন্ডনে প্রথম গোল টেবেল বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনিষ্ঠিত হয়। (উরুগুয়ে) রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপ ভ্রমন করেন। ১৯৩১সাল মাষ্টার দা সূর্যসেন কে ফাঁসি দেয়া হয়। বিজ্ঞানী টমাস আলভা এডিসন মারা যান। কালুর ঘাট সেতুটি উদ্বোধন করা হয়।

মুম্বাই(বোম্বাই) শহরে প্রথম পূর্নদৈর্ঘ সবাক ছবি 'আলম আরা' নির্মিত হয়। বাংলা নাট্যের আলোক সজ্জা এবং সেট ডিজাইনের ক্ষেএে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন সতু সেন। ১৯৩২সাল বিজ্ঞানী জেমস চ্যাডউইক নিউট্রনকনিকার অস্তিত্ব প্রমান করেন। বিশ্বের প্রথম চলচিএ উৎস শুরু হয় ইতালির ভেনিসে। ইরাক স্বাধীনতা লাভ করে।

রবীন্দ্রনাথ ঠাকুর ইরাক ভ্রমন করেন,রেজা শাহ পাহলভীর আমন্তনে। ১৯৩৩সাল হিটলার জার্মানীর চ্যান্সেলার হন। ১৯৩৪সাল মাও সে তুং এর পরিচালনায় ৩ হাজার মাইল দীর্ঘ যে পদযাএা শুরু হয়,তাহ ঐতিহাসিক লং মার্চ নামে খ্যাত। ১৯৩৫সাল অবিভক্ত বাংলার নারীরা ভোটাধিকার পায়। আইফেল টাওয়ারের ওপর ফ্রেঞ্চ টেলিভিশন ট্রান্সমিটার বসানো হয়।

১৯৩৬সাল জিয়াউর রহমান জন্মগ্রহন করেন। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ এর জন্ম। (২৬ এপ্রিল) ১৯৩৭সাল ভৈরব ব্রীজ নির্মান করা হয়। ভারত উপমহাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। জাপান চীন আক্রমন করে।

মায়ানমার ভারত থেকে পৃথক হয়। দ্বিতীয় ঢাকেশ্বরী কটন মিল চালু করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রজাদের অনুরোধে শেষ বারের মতো পতিসর প্রদর্শন করেন। ১৯৩৮সাল মির্জাপুরে লৌহজং নদীর তীরে কুমুদিনী হাসপাতাল স্থাপিত হয়। প্রথম ভারতীয় পরিসংখ্যান সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকায় সর্বপ্রথম একটি স্বংয় সম্পূর্ন পাট গবেষনাগার প্রতিষ্ঠিত হয়। ১৯৩৯সাল বাংলাদেশ বেতার স্থাপন করা হয়। (১,ডিসেম্বর) প্রথম জেট বিমান আকাশ পাড়ি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান বিভাগের অধীনে উদ্ভিদ বিজ্ঞানে শিক্ষাদান শুরু হয়। ১৯৪০সাল অসাধারন ফুটবল খেলোয়াড় পেলে'র জন্ম হয়।

প্লুটোনিয়াম(তেজক্রিয় রাসায়নিক মৌল আবিস্কৃ্ত হয়। ) আধুনিক রেকডিং টেপের পরিবর্তন ঘটান জার্মান বিজ্ঞানীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.