আমাদের কথা খুঁজে নিন

   

প্রচন্ড তাপদাহে অসহায় মানুষ



গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে মানুষ অসহায় তাপদাহে মানুষ বড্ড বেগতিক অবস্থায়। এগারোটার পর রাস্তায় বেরোয়না তেমন লোকজন এমনকি পশু-পাখিকেও চোখে পড়েনা তেমন। মরু অঞ্চলের এক্কেবারে লু হাওয়ার মতো অসহ্য গরম বাতাস হতে থাকে প্রবাহিত। অসহনীয় গরম বাতাসের তীর সম হল্কায় মানুষের চোখ-মুখ ঘরে-বাইরে পুড়ে যায়। তাপদাহে খাল-বিল-জলাশয় যাচ্ছে শুকিয়ে লিচু-আমের গুটি ঝুরঝুর পড়ছে লাল হয়ে। নদী-নালা-খাল-বিল কোথাও পানি না থাকায় মানুষ হয়ে পড়েছে যেনো অসহায়-নিরুপায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।