আমাদের কথা খুঁজে নিন

   

৮টি শিক্ষাবোর্ডে ৭৮.১৯%, মাদ্রাসা বোর্ডে ৮৬.৭০%, কারিগরি (ভোকেশনাল) বোর্ডে পাসের হার ৮১.৮৪%।

মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!

সারা দেশে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। গত বছরের তুলনায় এইবারের এসএসসি পরীক্ষার সাফল্য অতুলনীয়। যার বিস্তারিত নিম্নরূপ : ৮টি শিক্ষাবোর্ডে পাসের হার (গড়) ৭৮.১৯% মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের গড় হার (গড়) ৮৬.৭০%। কারিগরি (ভোকেশনাল) শিক্ষা বোর্ডে পাসের হার (গড়)৮১.৮৪%। দেশের ৮টি শিক্ষাবোর্ডে এবার পাশের হার যথাক্রমে (গড়) : ঢাকা__৭৭.৯৯%, চট্টগ্রাম__৭২.৩১%, যশোর__৭৯.১৮%, কুমিল্লা__৮১.০৩%, রাজশাহী__৮৫.৬১%, দিনাজপুর__৭১.৭০%, বরিশাল__৭৪.৬৪% ও সিলেট__৭৮.৪২%। আট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬২,১৩৪ শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ড বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২০,৭৫৫ শিক্ষার্থী। কারিগরি বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭২ শিক্ষার্থী। তাছাড়া ২০১০ শিক্ষাবর্ষে ২৯২৭টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী কৃতকার্য এবং ৪৯টি প্রতিষ্ঠান অকৃতকার্য হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।