আমাদের কথা খুঁজে নিন

   

অতপর হতবাক...।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার।

২০০৮ সালের ২৪শে ফেব্রুয়ারীর পর ২ বছর ২ মাস ১০ দিন পর আমি আমার আজ রোকেয়াকে এক মুহুর্তের জন্য দেখলাম। ওকে দেখে কিযে ভাল লাগল তা হয়তো লিখে প্রকাশ করা যাবে না। যদিও এর সাথে না পাওয়া কিছু বেদনা রয়ে গেছে এবং আমাকে দেখা মাত্রই সে ভুত দেখার মত ভয় পেয়ে পালিয়ে যায়, যদিও আমি আর তার সামনে দাড়ানোর কোন চেষ্টা করিনি। রোকেয়ার সাথে আমার পরিচয় ২০০৩ সালের জানুয়ারী মাসের ১৯ তারিখে, ময়মনসিংহ পলিটেকনিক্যাল এ পড়ার সময়।

২০০৩ সালের মার্চের ৩ তারিখ হতে আমাদের মাঝে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠে। আমাদের একজকে ছাড়া আরেকজকে কেউ কখনও কোথাও দেখেনি। ৫ বছর পর আমাদের এই সম্পর্কের মাঝে ফাটল ধরে। ২০০৮ সালের ফেব্রুয়ারী মাসের ২৪ তারিখে ডুয়েট এর ভর্তি পরীক্ষার দিন সব কিছুর ইতি ঘটে। এর আমি আর কখনও আশা করিনি যে ওর সাথে আমার আবার দেখা হবে।

মাস দেড়েক আগে আমাকে রোকেয়া কল করে জানতে চাইলো যে আমি কেমন আছি। সাধারণ কিছু কথা-বার্তার পর ও লাইন কেটে দেয়। তখন শুধু জানতে পেরেছিলাম যে ওর বিয়ে হয়েছে। কিন্তু কোথায় আছে, কেমন আছে তা জানার ইচ্ছে থাকলেও সম্ভব হয়ে উঠেনি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সকালে আমার এক বন্দুর সাথে দেখা করার জন্য IUBAT তে যাই।

ওর ক্লাস হচ্ছিল ৩১০ নং রুমে। আমি গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার বন্ধুটি আসে। এমন সময় আমি রোকেয়াকে দেখি। শুধু মাত্র এক মুহুর্তের জন্য। তারপর রোকেয়া আবার হারিয়ে যায়।

আমকে দেখা মাত্রই পালিয়ে যায়, কিন্তু কেন তা ঠিক বুঝতে পারলাম না.........। আমি ত হতবাক, কেন এমন করল? খবর নিয়ে জানতে পারলাম রোকেয়া এবার থার্ড সিমেষ্টারে পড়ে EEE তে। যাই হোক, একটা দোয়াই করি, ও যাতে ভাল থাকে, সুখে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।