আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রান্ত চাওয়া

রাত জেগে অনন্তকাল চাঁদ দেখা, কিম্বা ক্লান্তিহীন তারা গুনে চলা এক যুবক

তুমি জোছনাস্নাত চৈত্রের দুপুর, যেমন ধূসর ঘুঘুর পায়ে রঙিন নূপুর । আমি তাই বর্ষার রোদেলা রাত, যেমন মরুর মাঠে সুমিষ্ঠ জলপ্রপাত । তুমি হৃদয়ের ক্যানভাসে বিক্ষিপ্ত ছবি, যেমন বিশৃঙ্খল কবিতার সুশৃঙ্খল কবি । আমি উদ্ভাসিত হৃদয়ের ভালবাসা-বাসি, যেমন হরিদ্রির বুকে পল্লবীবালার ঝিলিক হাসি । তুমি নিশিথে ঘুমন্ত সুদর্শন, যেমন মেঘহীন পৌষের ভারী বর্ষন ।

আমি তাই ধনীর ভাঙ্গা কুঁড়ে ঘর, যেমন আপনার তরে বহুপর । তুমি সাহারার বুকে মহা প্লাবন, যেমন মৌচাকে মৌ এর জমানো লবন । আমি তাই বিন্দু জলকনায় গড়া সিন্দু, যেমন বৈশাখের দুপুরে জমা শিশির বিন্দু । তুমি পৃথিবীর বুকে যেন কোলাহলে নিঃসঙ্গতা, যেমন মহাকাশের অসীম শুন্যতার অজস্রতা । হয়ে তুমি বিহঙ্গ, যেতে চাও যাও, আমি যাহা চাই, তুমি তাহা নও ।

( কবিতাটি অমর একুশে হল, কুয়েট এর বার্ষিকী- ২০০৭ এ প্রকাশিত হয়েছিল)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।