আমাদের কথা খুঁজে নিন

   

একটি ফটোশপ টিউটোরিয়াল [ফটোশপে গোল্ডেন টেক্সট]

মধ্যরাতে ঝমঝম করে যখন বৃষ্টির কান্না ঝরে পড়ে, তখন আমার মনে হয় এই কালো কালো মেঘগুলোর পর্দার পেছনে এমন কেউ হইতো রয়েছে , যাদের হৃদয় আছে আমারই মত!!!!!
ক্লাস টুতে পড়ার সময় একটা গল্প পড়েছিলাম। এক রাজার খুব শখ হলো সে যা স্পর্শ করবে সব সোনা হয়ে যাবে। বিধাতা একদিন সত্যি সত্যিই তার সে ইচ্ছা পূরণ করলেন। রাজা যা ছুঁয়ে দেয় সব সোনা হয়ে যায়। সোনার থালা, সোনার ফুল, সোনার বাতি, আরো কত কি ।

এত এত সোনা পেয়েও রাজার মন ভরেনা। রাশি রাশি সোনার স্তূপ বানাতে বানাতে সে ক্লান্ত হয়ে পড়ে। তারপর ভাবে এবার একটু খেয়ে নেয়া যাক। তারপর আবার সোনা বানানো যাবে করে। হাত বাড়িয়ে খাবার স্পর্শ করতে যায়।

কিন্তু কি আশ্চর্য, খাবারকে ছুঁয়ে দিতেই সব খাবার সোনা হয়ে গেল। প্রচন্ড ক্ষুধায় রাজা একগ্লাস পানি পান করতে চাইলেন। সেখানেও বিপত্তি। সবশেষে তার সবচেয়ে আদরের, সবচেয়ে প্রিয়, ছোট্ট সোনামণি তাকে দৌড়ে এসে ছুঁয়ে দিতে সেও সোনা হয়ে যায়। চারপাশে এত এত সোনা পেয়েও রাজা সুখী হতে পারেনা।

গল্পের প্রয়োজনে কতকিছুই টানতে হয়, চিত্র কিংবা বিচিত্র। তবে সারটুকু এই, জীবনে অনেক কিছু পেয়েও মানুষ সুখী হতে পারেনা। আবার মাটিতে শুয়েও অনেকে পেতে পারে সুখের পরশ। চাহিদাকে যত নিয়ন্ত্রণে রাখা যায় ততটাই মঙ্গল । পুরনো গল্প নতুন করে বললাম কারণ আজ আমরা শিখবো কি করে ফটোশপে গোল্ডেন ইফেক্ট দিতে হয়।

আপনি চাইলে এই স্টেপ ফলো করে কোন একটা ইমেজকেও করতে পারেন। সেক্ষেত্রে ইমেজের বিভিন্ন অংশ আলাদা আলাদা ইফেক্ট দিতে হবে। তাহলে শুরু করা যাক- স্টেপ ১: প্রথমে File মেন্যু থেকে একটি নতুন ডকুমেন্ট ওপেন করুন। এজন্য আপনি Ctrl+N কমান্ড দিয়েও কাজটি করতে পারেন। আমি এখানে নিচের সেটিংসটা নিয়েছি।

স্টেপ ২: এবার ফোরগ্রাউন্ড কালার কালো করে নিন। এজন্য কি-বোর্ডে D চাপলেই ফোরগ্রাউন্ড কালার কালো হয়ে যাবে। এবার লেয়ারটি কালো রং করে নিন। এটা আপনি চাইলে Atrl+Backspace চেপে করতে পারেন অথবা Fill color (G) টুল দিয়েও করতে পারেন। ফলে আপনার লেয়ারটি এমন দেখাবে।

স্টেপ ৩: এবার কি-বোর্ডে X চেপে ফোরগ্রাউন্ড কালার সাদা করে নিন। টেক্সট টুল সিলেক্ট করুন। নতুন একটি লেয়ারে আপনার কাঙ্খিত টেক্সটি লিখুন এবং Ctrl+T চেপে ট্রান্সফরম করে টেক্সটিকে রিসাইজ করে নিন। স্টেপ ৪: Ctrl+J কমান্ড দিয়ে টেক্সট লেয়ারটির আরেকটি কপি তৈরী করুন। এবার কপি করা লেয়ারে ব্লেন্ডিং ইফেক্ট দিন।

এজন্য আপনি লেয়ার প্যালেট এ দু’বার ক্লিক করলেই ব্লেন্ডিং অপশন আসবে। অথবা আপনি Layer-Layer style-blending option থেকেও এটা করতে পারেন। অথবা লেয়ার প্যালেটে রাইট মাউস ক্লিক করলে Blending অপশন আসবে। এবার নিচের সেটিংসগুলো দিন। প্রথমে Gradient Overlay যোগ করুন।

এরপর Bevel & Emboss যোগ করুন। Inner glow দিন। স্টেপ ৫: এবার অরিজিনাল টেক্সট লেয়ারটি সিলেক্ট করুন। এবং আগের মত ব্লেন্ডিং অপশনে গিয়ে Stroke দিন। Stroke এর Gradient Overlay তে নিচের সেটিংসগুলো দিন।

এবারে Outer glow দিন। ফলে আপনার ইমেজটি দেখতে এমন হবে। এর সাথে আরো কিছু ইফেক্ট যোগ করে আপনি আপনার ইমেজটিকে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। আমি এখানে বাড়তি ব্রাশ টুল ও লেভেল এ্যাড করেছি।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.