আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ লাভ ষ্টোরি (Love Story)


লাভ ষ্টোরি (১৯৭০) আর্থার হিলার (Arthur Hiller) পরিচালিত একটি রোমান্টিক-ড্রামা ছবি এবং আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট (American Film Institute) এর সর্বকালের সেরা রোমান্টিক সিনেমার তালিকায় এর স্থান ৯ নম্বরে। ছবিটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের বোসটন, ম্যাসাচুসেটস এবং নিউইয়র্কে। কাহিনী সংক্ষেপ উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট অলিভার ব্যারেট (Ryan O Neal) প্রেমে পড়ে জেনিফার ক্যাভেলেরি (Ali MacGraw) নামের মধ্যবিত্ত পরিবারের এক প্রানচঞ্চল ও উচ্ছ্বল তরুণীর। গ্রাজুয়েশন শেষ করার পর অলিভার তার পিতার ইচ্ছার বিরুদ্ধে জেনিফারকে বিয়ে করে এবং একারনে পিতার সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়। পিতার অর্থনৈতিক সাহায্য ছাড়া তরুন দম্পতি আর্থিক অস্বচ্ছলতার সম্মুখীন হয় এবং ৩য় শ্রেণীতে গ্রাজুয়েশনের পর অলিভার নিউইয়র্কের স্বনামধন্য ল' ফার্মে একটি ভাল চাকুরী পায়।

আর্থিক স্বচ্ছলতা আসার পর ২৪ বছর বয়সী দম্পতি সন্তান নেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সন্তান না হওয়ায় তারা চিকিৎসকের শরণাপন্ন হয়। এবং সেখানেই আচমকা ধরা পড়ে জেনিফার গুরুতর অসুস্থ; সে ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত। চিকিৎসকের উপদেশমত জেনিফারকে কিছু না জানিয়ে অলিভার "স্বাভাবিক" জীবন যাপন করতে চাইলেও জেনিফার ডাক্তারের কাছ থেকে তার অসুস্থতার বিষয়টি জানতে পারে। এরইমধ্যে ক্যান্সার থেরাপির জন্য অনেক টাকার প্রয়োজন হয়।

টাকার ব্যবস্থা না করতে পেরে, জেনিফারের অসুস্থতার খবর গোপন রেখে অলিভার বাধ্য হয় তার বাবার কাছ থেকে টাকা ধার করতে। হাসপাতলে শুয়ে শুয়েই জেনিফার তার বাবার সাথে তার নিজের অন্ত্যোষ্টিক্রিয়ার ব্যাপারে আলোচনা করতে থাকে। আর অলিভারকে অনুরোধ করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতে। আলিঙ্গনরত অবস্থায় অলিভার তার প্রিয়তমাকে হারায়। বিয়োগাত্মক মুভি হলেও রোমন্টিক মন মানসিকতার সকলের কাছে ভাল লাগবে।

বিশেষ করে বরফ আচ্ছাদিত মাঠে দুই প্রেমিক-প্রেমিকার বরফ নিয়ে দুষ্টমি আর ছেলেখেলার মুহুর্তটি মনে রাখার মত। আর মুভির থিম সঙ্গীত তো একাডেমি এওয়ার্ড পুরস্কারপ্রাপ্ত (যা এখনও অনেকের মোবাইলে রিংটোন হিসেবে শোনা যায়) মুভিটিতে একটা জনপ্রিয় উক্তি আছে--- Love means never having to say you're sorry উক্তিটি আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট এর ১০০ বছরের সেরা ১০০ উক্তির মধ্যে ১৩ তম স্থান পেয়েছে। লাভ ষ্টোরি ১৯৭০ সালে সাতটি বিষয়ে একাডেমি এওয়ার্ডের নমিনেশন পায় এবং পুরস্কার পায় একটি বিষয়ে (বেস্ট মিউজিক) ছবির টুকিটাকি পরিচালকঃ আর্থার হিলার (Arthur Hiller) ছবির ধরণঃ ড্রামা এবং রোমান্স মূল চরিত্রঃ অলিভার ব্যারেট (Ryan O Neal) জেনিফার ক্যাভেলেরির (Ali MacGraw) ছবির দৈর্ঘ্যঃ ১ ঘন্টা ৪০ মিনিট ছবি মুক্তির তারিখঃ ১৭ ডিসেন্বর ১৯৭০ ডাউনলোড লিংক
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.