আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম ব্যবসায়ী মোল্লারা এমনই হয় সুযোগ পাইলে মিস করে না !

আমার আগের নিক হ্যাক হয়েছে কিনতু দ্বাবি একটাই যুদ্ধাপরাধীদের ফাসি চাই। ___________________ @সুলতান মির্জা সেদিন আমার এক বন্ধুর সাথে দেখা হইসিল। অনেক দিন পরে দেখা হয়েছিল তাই অনেক বিষয়ে কথা বলেছিলাম। কথা প্রসংগে সে তার একমাত্র ছেলে বিষয়ে বললো। তার বৌয়ের ইচ্ছা ছেলেকে হাফিজিয়া মাদ্রাসায় পড়াইবে।

বাচ্চা ছেলে তাই বৌয়ের কথা মতে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে এসেছিল আবাসিক ব্যবস্থায়। লেখা পড়া কেমন হইসিল সেটা না বললেও চলে কিন্তু সমস্যা হচ্ছে বন্ধুটি আমার মানসিক ভাবে ভেংগে পরেছিল। কারন ছিল তার ছেলে যদি একবার ওই মাদ্রাসা থেকে বাড়িতে আসতো তাহলে আর ফেরত যেতে চাইতো না। বাচ্চা মানুষ মুখে কিছু বলতোও না সাহস করে যদি তারা বাবা-মা ধমক দেয় এই কারনে। এতঃপর তাকে জোর করে মাদ্রাসায় পাঠানো হতো।

এমতাবস্থায় একদিন ঐ মাদ্রাসার এক শিক্ষক নাকি তাকে ফোন দিয়ে বলেছিল যে আপনার ছেলের অবস্থা খারাপ তাকে অমুক হাস্পাতালে ভর্তি করানো হয়েছে আপ্ননারা ওইখানে যান। তো বন্ধুটি তাতক্ষনিক ঐ হাসপাতালে গেলো গিয়ে দেখলো তার ছেলে কাদছে, পরে ডাক্তারের কাছ থেকে বিস্তারিত শুনে বন্ধুটি মাথায় হাত দিয়ে বসে পরলো। হায় হায় এটা কি শুনলাম ? কাহানি হইসিল ঐটুকু বাচ্চা ছেলের উপড়ে যৌন নির্যাতন চালানোর কারনে আমার বন্ধুর ছেলেটির পিছন দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল। সব কথা শুনে আমি আমার বন্ধুটিকে বললাম এইটা কোন ব্যপার ছিলো না ওই মাদ্রাসা শিক্ষক দের কাছে। বিকজ তারা সেই ছোট বেলা থেকেই খুব পর্দাসীল হয়ে চলাফেরার কারনে তাদের যৌনক্রিয়ার মাত্রা অনেক বেড়ে গেসে।

আর সেইজন্য তারা সুযোগ বুঝে সামনে যা পাবে সেটাই তাদের কাছে যৌন নিবারনের পন্থা বলে তারা মনে করে। সো বি কেয়ারফুল। জিজ্ঞেস করলাম এখন তর ছেলে কোথায় ? সে বললো চিকিস্যা করে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে অপরিচিত কোন পুরুষ দেখলে সে ভয়ে চিৎকার করে উঠে। এই হচ্ছে আমাদের দেশের মাদ্রাসা শিক্ষক তথাকথিত মোল্লাদের কাজকর্ম।

এদের ঘৃনা না করে উপায় নেই। আর পরক্রিয়া হচ্ছে এদের কাছে একটি স্বাভাবিক বিষয়। সো হাতে নাতে ধরতে পারলে এদেরকে পিটাইয়া পুলিশের কাছে দিন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.