আমাদের কথা খুঁজে নিন

   

যাপিত জীবন......

আসুন, জীবনের কথা বলি..........
মানুষের ভাবনাগুলো বাস্তবের সাথে অনেক সময়ই দ্বন্দ্ব তৈরী করে। কিন্তু যে ভাবনাগুলো বাস্তবে পরিণত হতে পারত, সংশ্লিষ্ট মানুষটির জীবনে বইয়ে দিতে পারত আনন্দ ধারা, সেগুলো যখন অপূর্ণ থেকে যায়, তখন কি হয়?! এক অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছি আমরা সবাই। হতাশা দিনকে দিন জড়িয়ে ধরছে আমাদের। ব্যক্তিকেন্দ্রিক ভাবনাগুলো হিংস্র করে তুলছে আমাদের। আমরা কি কখনো সামগ্রিক কল্যাণ চিন্তায় মগ্ন হতে পারিনা?! না, পারিনা। কারণ, আমাদের সমাজ আমাদেরকে সমগ্রকে নিয়ে ভাবতে বাঁধা দেয়। সফল আমাদের হতেই হবে, যেকোন উপায়ে, এই যখন হয় পরিবার থেকে প্রাপ্ত শিক্ষা তখন ব্যক্তি উন্নয়ন ঘটলেও সমাজের উন্নয়ন কল্পনা করাও কঠিন। কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও যদি এই সব অনিয়মের মাঝে থেকে কেউ ব্যার্থ হয় তবে তার বেদনা বুঝবে কে?! সেরকম একজনও কি আছে এই সমাজে? হয়ত আছে হয়ত নেই। যেখানে অনিয়ম করার ক্ষমতা থাকাটাকেও একটা বাড়তি যোগ্যতা বলে বিবেচনা করা হয় সেখানে আসলে বলার আর কিছু থাকেনা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।