আমাদের কথা খুঁজে নিন

   

যাপিত জীবন

ব্লগ

আর কিছু দিনের অপেক্ষা। ঢাকার রাস্তাগুলো ধারণক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়ে এক সপ্তাহের জন্য নিস্তেজ হয়ে পড়বে। আহ কি মজা, একটা সপ্তাহ তখন আরামে ঘোরা যাবে। এর আগে পারত পক্ষে ঘর-অফিস, অফিস-ঘর ছাড়া আর কোথাও যাব না ঠিক করেছি। এ অবস্থায় বেরুনোটাই বোকামি, শুধু ইফতারের পর কিছুটা সময় নগর যখন একটু ঝিমিয়ে নেয় তখন বেরুনো যায়।

বিপণীবিতানগুলোর সামনে তো যাওয়াই যায় না। গেলে যানজটে বসে থাকতে থাকতে শপিং ব্যাগ হাতে ছোটাছুটি করা মানুষগুলোর দিকে তাকিয়ে থাকি। কেনাকাটায় তাদের কষ্টতো দেখি না। আমি অনেক বছর ধরে মার্কেটে যাই না। কিন্তু ভাবি কেনাকাটা করা কি আসলেই খুব মজার? ধরেই নিলাম, ঈদের নতুন কাপড় পড়াটা অত্যাবশ্যকীয়, তাই বলে কয়টা জামা কিনতে হয়? আর একটা জামা কিনতে কয়বারই মার্কেটে যেতে হয়? আমি এ ব্যাপারে পরিচিত জনদের বোঝাই, প্রভাবিত করার চেষ্টা করি, লজ্জা দেই, তবুও ঠেকাতে পারি না।

বলি, আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হবে তখন মার্কেটে যাওয়া উচিত তা কেনার জন্য। মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করে কোনো কিছু পছন্দ হলে তা প্রয়োজন ছাড়াও কিনতে হবে কেন? আমাদের অর্থনীতি এমন পর্যায়ে গিয়েছে যে আমরা চোখের খিদে মেটানোর শপিং করতে পারি? নাকি দেশের এ অবস্থায় করা উচিত? আর যারা ঈদের শপিং করতে কোলকাতা বা ব্যাংককে যায় (আরো অন্য কোথাও যায় কিনা আমি জানি না) তাদের সম্পর্কে নাই বা বললাম। আপনারা কি বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।