আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণকলি অথবা কলিকালের লাইলি

...

“কালোমেয়ে সে যতই কালো হোক দেখেছি তার কাজল কালো চোখ।” -বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সানগ্লাসে বোরকা পড়াও চোখে রোদ উপভোগ করে রুপলাবণ্য তুমি আমাকে নিষেধ করও অথবা শর্ত জুড়ে দাও মোবাইল কোম্পানীর বিজ্ঞাপনের মতো; রাত বারোটার আগে কথোপকথন কখনই নয়। রোদের ভালবাসায় তুমি কৃষ্ণকলি রাতের কোলে ঘুমাও স্বপ্নের নগরে আমি রাত জেগে ঘুমহীন চোখে তারহীন পথে পায়চারী করি। সকাল-বিকাল তুমি ব্যস্ত থাকো কাঁধে ব্যাগ পিচ ঢালা পথ হুট খোলা রিক্সায়; তোমার আমার সংযোগ সড়কে যানযট। তোমাকে পাওয়া যায় না তোমার শর্তের ভিতরে, তোমার মুঠোফোন আমার জন্য মুখস্ত রাখে- ‘এই মূহুর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব নয়।’


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।