আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নীল জ্যোত্স্নাস্নাত রজনী

নিত্য খুজে বেড়াই আমি আমাকে - পৃথিবীর আর প্রতিটি মানুষের মাঝে.........

ছোট্ট একটা ঘর । তার একপাশে একটা জানালা । জানালার পাশে আমার বিছানা । রাতে খোলা জানালা দিয়ে পূর্ণ চাঁদের জ্যোত্স্নায় আলোকিত হয় আমার সারাটা ঘর । সকল ক্লান্তি শেষে রাতে আমার সেই জ্যোত্স্নালোকিত বিছানাই যেন পূর্ণ শান্তির ঠিকানা ।

সেই ঠিকানায় অবগাহন করে পূর্ণ চাঁদের দিকে চোখ রেখে কখন যেন হারিয়ে যাই কল্পনার এক সীমাহীন রাজ্যে । না, আমি বলছিনা আমার কল্পনার বিশাল রাজ্যের পূর্ণ স্বত্যাধিকার কোনো বিশেষ নারীর দখলে । আমার কল্পনার রাজ্য জুড়ে রয়েছে আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যত্ । আমার শৈশবের স্মৃতি । আমার বর্তমানের কঠিন বাস্তবতা ।

তারপর............... আমার দুটি চোখ পূর্ণ চাঁদের নিশানা থেকে আস্তে করে কখন যেন নিবিয়ে যায় । যেন বুঝতেই পারিনা । হয়তোবা সেই কল্পনার রাজ্যটা পাড়ি জমায় আরেকটা সীমাহীন স্বপ্নের রাজ্যের সাথে । হয়তোবা না । চাঁদটা হেলে পড়তে থাকে পশ্চিম আকাশে ।

নিঃশব্দ নির্জন পৃথিবী । নিঃশব্দ আমি । শুধু অলীক এক স্বপ্নীল রাজ্যে আমার নিঃশব্দ পদচারনা। এমনি আমার স্বপ্নীল জ্যোত্স্নাস্নাত এক একটা রাত ............ Riaz Imran Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।