আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নীল স্বপ্ন

পরীর রানীর ব্লগ

শ্রাবণ আকাশ, সিক্ত বাতাস তোমায় দিলাম উপহার তোমার মনের ইচ্ছে যত ডানা মেলে উড়তে থাক; প্রভাতেরই স্নিগ্ধ বাতাস চারিদিকের অসীম আকাশ সব ছুটে যাক আপন মনে তোমার নামে গুণগুণিয়ে। ইন্দ্রধণুর রঙের মেলায় দূর সীমান্ত পথের ভেলায়, মিলিয়ে যাব আকাশ নীলে তুমি আমি দু'জন মিলে। আজকে তুমি বাঁধন হারা দূর আকাশের ধ্রুব তারা মেঘ হয়ে ভেসে বেড়াও আকাশ নীলে এক হয়ে যাও, ভাসিয়ে দাও মনের ভেলা ফুলের মত করুক খেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।