আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নীল...!

-

সিকোয়েন্স- ১। কথার পিঠে কথা । দৃশ্যপটঃ ১ ওপেনিং শট - সাগর আর আকাশ ঘুরে দুটো গাঙচিলের উড়ে চলা দেখিয়ে ফেড আউট। জুম ইন-সাগর পাড়ের একটি কটেজ। সেটঃ ইন্টেরিয়র-আকাশ-নীলিমা’র কটেজ।

লিংকঃ চিরকুট -১। প্রিয়তম আকাশ, আমার একান্ত সাত রাজার ধন থেকে ঐ সন্ধ্যা তারা সাথে বেলী ফুলের সুবাস আর গোধূলির লালিমা... তোমায় উজার করে দিলাম। ইতি, তোমার প্রিয়তমা রংধনু রং- নীলিমা। লিংকঃ চিরকুট -২। আমার নীলিমা, আমি এক তৃষিত কাকের মত এতদিন প্রতীক্ষায় ছিলাম ।

আর চুরি যাওয়া হৃদয়পানে তাকিয়ে ছিলাম! অবশেষে নামলো বৃষ্টি। আমি অনাবিল আনন্দে ভিজলাম ~ অনেকদিন পর...! ইতি তোমার আকাশ। সিকোয়েন্স-২ । সৈকতে ফিসকিস । দৃশ্যপটঃ ২ ওপেনিং শট-উত্তাল সমুদ্রে ফেনিল ঢেউয়ের তোলপাড়।

জুম আউট - নীল আকাশে ছেড়া ছেড়া সাদা মেঘ। জুম ইন- এঙ্গেলে ফ্রেমে আসবে আকাশ আর নীলিমা সৈকতে। সেটঃ আউটডোর-নিরালা সৈকতে আকাশ আর নীলিমা অন্তরংগ মূহূর্তে। লিংকঃ ফিসফিস-১। (নীলিমা আকাশের কানে কানে) রঙীন মাছরাঙা'র ঠোঁটের আচমকা ছোঁয়ার মতন পরশে তুমি রাঙিয়েছো আমার এ জীবন।

লিংকঃ ফিসফিস-২ । (আকাশ নীলিমার কানে কানে) সীমান্তে আকাশের নীল দিগন্ত এঁকেছো গাঙচিল হয়ে তুমি আমায় দিয়েছো পথের দিশা । পরিশিষ্ট আবহ সঙ্গীতঃ সমুদ্র আর হাওয়া। আলোক সজ্জাঃ সূর্য আর মেঘ। ক্যামেরাঃ পাঠকের দৃষ্টি।

কৃতজ্ঞতা স্বীকারঃ আকাশ আর নীলিমা। পরিকল্পনা আর পরিচালনাঃ উত্তরাধিকার। ছবি সূত্রঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।