আমাদের কথা খুঁজে নিন

   

দেশে এখন প্রযুক্তি গুরু এবং প্রকৌশলীদের নিয়ে সংগঠন একান্ত দরকার

আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি।

আমাদের আইটি সেক্টর কি এই সকল গন্ড মূর্খ ব্যাক্তিদের হাতেই পরিচালিত হবে যাদের কিনা কম্পিউটার সম্পর্কে কোন ধারনাই নেই। এতদিন আমরা নিরবে দেখে এসেছি। কিন্তু বর্তমানে যেখানে অবাধ তথ্য প্রযুক্তির জোয়ার বইছে তখন ও যদি এই সব বকলম দিয়ে আমাদের আইটি সেক্টর পরিচালিত হয় এর চাইতে লজ্জাকর আর কি হতে পারে। আমরা সবাই জানি এদেশে কম্পিউটারের যারা গুরু তার এ দেশে কোন দিনই মূল্যায়ন পান না।

হয় তাদের দেশের বাহিরে যেতে হয় অথবা দেশে থেকেই আউটসোর্সিং এর কাজ করতে হয়। অথচ আমাদের নিজেদের দেশের বড় বড় কাজ গুলো করানো হয় বাহিরের কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়ে। যদিও কখনো নিজের দেশের লোকদিয়ে কাজ করানো হয় এমন সব অনভিজ্ঞ লোক দিয়ে কাজগুলো করানো হয় যেখানের নিরাপত্তা যে কেউ ভংগ করতে পারবে। যার উদাহরন আমরা সাম্প্রতিক হ্যাকিং গুলোর মাধ্যমে পেয়েছি। সাম্প্রতিক ঘটনা গূলোর মধ্যে আমরা দেখতে পাই জব্বার সাহেব ভ্রুর বিরুদ্ধে উকিল নোটিস পাঠিয়েছে।

এখানেও আমার ভয় হয়। কেননা অনায়াসেই হয়ত অভ্রুকে পাইরটেড বলে আখ্যায়িত করতে পারে। কেননা তাদের মুক্ত সফটওয়্যার কি জিনিষ কিভাবে তা পাইরটেড হয় তা সম্পর্কে কোন ধারনাই নেই। আমি নিজে কম্পিউটার সায়েন্সের ছাত্র না। তবে তা না হয়েও আমি একটা জিনিষ অত্যন্ত স্পষ্ট ভাবে অনুভব করছি এধরনে সমস্যা আমাদের সামনে আরো আসবে।

তাই এই সমস্যা মোকাবেলায় আমাদের দেশের তথ্য প্রযুক্তির গুরূ এবং কম্পিউটার প্রকৌশলীরা মিলে একটি সংগঠন গড়ে তুলতে হবে। আজ নয় কাল এই সংগঠন তৈরী করতেই হবে। কেননা আমাদের প্রযুক্তির খাত আস্তে আস্তে বড় হচ্ছে। প্রযুক্তিবিদ দের নিজেদের প্রয়োজনের কথা বলবার মত এমন একটি সংগঠন দরকার যারা কিনা তাদের সমস্যা গুলোর কথা তুলে ধরবে। কম্পিউটার প্রকৌশলী এবং প্রযুক্তি বিদরা ব্যাপারটি লক্ষ রাখবেন আশা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.