আমাদের কথা খুঁজে নিন

   

একটু খানি আশা ... হৃদয়ে বাংলাদেশ

I will CHOOSE the TRUTH I BELIEVE . . . .

আপনি ক্রিকেটে কোন দলকে সাপোর্ট করেন ? ভারত – পাকিস্তান – শ্রীলংকা – দক্ষিন আফ্রিকা – অস্ট্রেলিয়া ঘুরে ফিরে এই নামগুলোই আসে । আমাকে এই প্রশ্নটি কয়েক বার শুনতে হয়ঃ ‘কাকে সাপোর্ট কর ?’ ‘বাংলাদেশ’ ‘হুম । এরপরে ?’ ‘বাংলাদেশ’ ‘বুঝলাম । তারপরে ? বাংলাদেশ বাদে ?’ আবারো বলি , ‘বাংলাদেশ’ এবার একটু ভ্রুকুটি দেখতে হয় । ওদের খেলা ! খেলা পারে এই গুলো ? যখন ধরে খেলা লাগে তখন মারতে গিয়ে আউট যায় ।

আর যখন মারা দরকার , তখন রান –ই করতে পারে না ! আর বলিং ? ৬ রানে ৫টা উইকেট দেলে দেবার পরেও ওরা জিততে পারে না । ক্যাচ তো আজকাল নিয়মিত-ই ছাড়ে । মানি । মেনে নিই । সত্যকে অস্বীকার করব কিভাবে ! তবুও ওদের খেলা দেখি ।

মানুষ কি বলে কয়ে প্রেমে পরে নাকি ! দোষটা মনে হয় তামিম আর সাকিবের । আর বিশেষ করে ২০০৭ সাল । অথবা তার আগের ২০০৬ । সে সময় বাংলাদেশ ব্যাটিং করতে নামলে উত্তেজনায় জগ থেকে পানি ঢালতে পারতাম না – হাত কাঁপত এতই । খেলার আগে কিচ্ছু খেতাম না ।

খেলার সময় তো কিছু গলা দিয়ে নামতই না ! যখন বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হারলেও আশা করি ওরা শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল জিতবে । বোর্ডে মাত্র ১৫০ উঠলেও ভাবি খেলা এখনো শেষ হয় নি , সেই সময়টা একটু পার হয়েছে । এখন আর হারলে চোখের পানি ফেলি না । পানিও ঢালতে পারি , খেতেও পারি । ক্রিকইনফোর সুবাদে আমাকে আর রান লিখতে হয় না প্রতি ওভার শেষে ।

আজকে আবার খেলা । কি হবে ফলাফল ? আশরাফুল ক্যাচিং প্রাকটিস করাবে স্লিপে … তামিম আউট হবে ১৪-১৫ করে … অথবা সাকিব পেসার দের অসময়ে বলিং করিয়ে জেতা ম্যাচ হাত থেকে বের করে দিবে … অথবা । অথবা তামিম খেলবে তামিমের মত । অথবা একটা দিনের জন্যে আশরাফুল বদলে যাবে । অথবা সাকিব নয়ত মাশরাফি নয়ত আর কারো একটা স্পেলে আমরা ওদের ধ্বসিয়ে দিব … প্রয়োজন তিন জন পার্ফরমার আর একজন ফিনিশার ।

একটা জয় চাই । সারা বছরে শুধু একের পরে এক পরাজয় এই দলটির অন্ধ ভক্তটির অথবা ভক্তদের হৃদয় ভেঙ্গে দিয়েছে । হয়ত জয় আসবে । অথবা এই বছর হবে কেবল পরাজয়ের গল্প । ফলাফল যাই হোক না কেন ,বাংলাদেশকে সমর্থন করি ।

আগেও করেছি ; ভবিষ্যতেও করব । শেষ হবার পরেঃ পাকিস্তান আগে ব্যাট করে ১৭২ করে । আশরাফুল ৬৫ আর সাকিব ৪৭ করলেও শেষ পর্যন্ত ফিনিশার ছিল না কেউ । ২১ রানে হেরে পরাজয়ের তালিকাটা আরেকটু দীর্ঘ হল । পূর্ণ স্কোরকার্ড



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.