আমাদের কথা খুঁজে নিন

   

আপত্তিকর টিভি ad: কোথায় জেন্ডার পলিসির বাহকেরা ?



টিভি তে একটা ad দেখলাম ! দেখে লজ্জায় টেবিলের তলে ঢুকে যেতে ইচ্ছে হলো | আমরা জাতি হিসেবে যাচ্ছি কোথায়? অন্যরা আগায়ে, আমরা কি পিছাচ্ছি ? ad-টা হলো এইরকম: প্রথম সিন: স্বামী খাচ্ছে, বউ তাকিয়ে আছে উদ্বিঘ্ন দৃষ্টিতে ! স্বামী চেচিয়ে উঠলো: "কে রাধে এই সব? বাজে স্বাদ, বাজে গন্ধ" দ্বিতীয় সিন: বউ বারান্দায়ে দাড়িয়ে কাদছে | আকাশে দেখা গেল walton fridge (যেন স্বামী-র ভস্ব করে দেয়া চাহনি থেকে বাচার উপায় ) তৃতীয় সিন: আবার স্বামী খাচ্ছে, বউ এবারো তাকিয়ে আছে উদ্বিঘ্ন দৃষ্টিতে ! স্বামীর চোখে মুখে হাসি | রান্না ভালো হয়েছে | বউ এই যাত্রায়ে বেচে গেল | চতুর্থ সিন: স্বামী বাসায়ে ঢুকছে ফুলের তোড়া নিয়ে যেন ভালো রান্নার পুরস্কার | এই রকম স্বামী আমাদের সমাজে অনেক আছে - অন্য সমাজেও আছে | কিন্তু এই স্বামী যখন টিভি-র পর্দায় চলে আসে এবং এইটা নিয়ে কেউ কোনো উচ্চ বাচ্চ করে না, তার মানে সমাজ-এ বড় ধরনের গলদ আছে | আমরা এইটা মেনে নিচ্ছি, এইটাই স্বাভাবিক বলে স্বীকৃতি দিচ্ছি | আমাদের ছেলেদের বলছি তুমি স্বামী হলে বউ-এর সাথে এইরকম ব্যবহার করতে পার, আর মেয়েদের বলে দিচ্ছি তোমরা walton fridge কিনে নিজেদের সম্মান বাচানোর জন্য প্রস্তুত থেক ! ছেলেদের বলছি তোমার দায়িত্ব পরীক্ষা নেয়ার, আর মেয়েদের বলছি তোমার দায়িত্ব পরীক্ষা দেয়ার - এবং এইটা সারা জীবন-এর পরীক্ষা | এই অসুস্থ সমাজ থেকে আমরা একটু একটু করে উত্তীর্ণ হচ্ছিলাম বলেই আমার ধারণা ছিল এই ad-টা দেখার আগ পর্যন্ত | আমাদের দেশে জেন্ডার পলিসি যারা লিখেন তারা কোথায়? এই সব নোংরা ad নিয়ে কেন কেউ কথা বলে না? যারা বড় বড় গলায় "women empowerment" বলে বুড়ি আওড়ায়ে, তাদের-ই তো টিভি চ্যানেল? তারা কোন রুচি-তে এই সব দেখায়? আমাদের-ই বলতে হবে | আমরা জাতি হিসেবে এত নিকৃষ্ট না, এইটা প্রমান করার দায়িত্ব আমাদের-ই |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.