আমাদের কথা খুঁজে নিন

   

একজন অচেনা মানুষের কথা

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

তার কোনো মন্তব্য জানা নেই। প্রায়শ ভোর ভাঙে বিক্ষুব্ধ বিতণ্ডার ভেতর- মন্তব্যে নিষ্ক্রিয়তার সুফল-অফল বিষয়ে বেসামাল ভাবনায়; আর মাঝে মাঝে বিগড়ে যায় মাথা, তখন চক্ষে সর্ষে ফুল ফোটে, এবং ক্রমশ মাথার চুল ছিঁড়ে অপরাধ বোধে।

তার খোলশের ভেতরও আসলে অনেকগুলো খোলশ নিজেকে লুকোবার- কোন্‌টা সহজাত আর সমৃদ্ধ, তা সে ভুলে গেছে বহুকাল হলো। মূলত, তার কোনো নির্দিষ্ট নিশানা নিজের কাছেও অনেক অচেনা। সে সিগারেট খায় আর গান গায়, কবিতা লিখে আর তা পোড়ে। তার সুদর্শন অবয়বে মরীচিকা। সে হাসে না, কাঁদে না; ব্যাপক প্রস্তুতির পর ঝড়দাহ মন্তব্য লিখতে বসে আচানক থেমে যায়- তার কোনো মন্তব্য জানা নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.