আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে বাংলাদেশের পুত

ইন্দোনেশিয়ার জাকার্তায় ১ থেকে ৮ সেপ্টেম্বর ওয়ার্ল্ড পাপেট কার্নিভাল অনুষ্ঠিত হবে। বিশ্বের ৫০টি দেশ এই পাপেট কার্নিভালে অংশ নিচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পাপেট থিয়েটার দল বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুলনাট্য নিয়ে এই ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে অংশ নিচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুলনাট্যকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপনের উদ্দেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমী 'বাংলাদেশের গল্প শিরোনামে' ঐতিহ্যবাহী পুতুলনাট্য প্রযোজনা নির্মাণ করেছে। ১ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট গ্রান্ড প্যারেডের মাধ্যমে এই কার্নিভাল উদ্বোধন করবেন। ১০ সদস্যের এই পুতুলনাট্য দলটির নেতৃত্ব দেবেন শিল্পকলা একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং অন্যতম সদস্য ড. রশীদ হারুন এবং একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।

দলের সদস্যরা জানান, এ উৎসবে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে বিশ্বাস তাদের। নিজের পুতুলনাট্য নিয়ে যথেষ্ট আশাবাদী তারা। তাই সাফল্য কামনা করছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.