আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইয়ে পদ্মার পেটে ঘরবাড়ি কুড়িগ্রাম শহø

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার আগ্রাসী ভাঙনে বিলীন হয়ে গেছে কয়েক হাজার বসতঘর। নদীর পেটে চলে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ বহু ফসলি জমি। এদিকে প্রবল পানির তোড়ে কুড়িগ্রাম শহররক্ষা বাঁধের ১০০ গজ ধসে গেছে। হুমিকর মুখে পড়েছে নদী তীরবর্তী বাড়িঘর। প্রতিনিধিদের পাঠানো খবর-

চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার আলাতুলী ইউনিয়নে পদ্মার ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে কয়েক হাজার ঘরবাড়ি, মসজিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি ও বিপুল পরিমাণ ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ৯৮৭টি পরিবারের লোকজন। কবলিত এলাকার অনেকে বাড়িঘর সরিয়ে নিচ্ছে। এ ছাড়া পদ্মার পানি বেড়ে যাওয়ায় প্রায় ৭০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কুড়িগ্রাম : শহররক্ষা বাঁধে ধস নেমেছে। ইতোমধ্যে বাঁধের প্রায় ১০০ গজ ধরলার পেটে চলে গেছে। আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার লোকজন। স্থানীয়রা জানায়, পানির তোড়ে এ অবস্থার সৃষ্টি। দ্রুত পাইলিং কিংবা ব্লক দিয়ে ঘিরে না দিলে নদীগর্ভে চলে যাবে বহু ঘরবাড়ি ও ফসলি জমি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা তাহের আলী জানান, এলাকাটি পরিদর্শন করা হয়েছে। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.