আমাদের কথা খুঁজে নিন

   

একটি সম্পর্ক, কখন কেমন (২).... সম্পর্ক স্থাপনের পর



এখন যখন একটি সম্পর্ক স্থাপিত হল, সৃষ্টি হবে নিত্য নতুন আবেগের, সমস্যার, নানান বাধা, নানান চিন্তা। আপনি ভাবতে শুরু করবেন, হয়তো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো সব দিক ঠিকমতো চিন্তা করে দেখা হয়নি। শুরু হবে নতুন এক অনিশ্চয়তার। আপনার মনে এখন প্রশ্ন জাগছে আপনি ভুল করলেন নাকি। ও আপনাকে বুঝে না, আপনার ছোটোখাটো চাওয়া পাওয়া ওর কাছে কতটা গুরুত্তপূর্ণ, আদৌ সে আপনাকে গুরুত্ত দিচ্ছে কিনা, হাজারো প্রশ্ন।

এক্ষেত্রে একটি সম্পর্কের ৪টি প্রধান দিক জেনে রাখা উচিত ১) যত্ন ২) শ্রদ্ধা ৩) বিশ্বাস ৪) আত্মত্যাগ একটি সহজ উপদেশ, যদি আপনার বা আপনার জীবনসঞ্জীর একে অপরের জন্য এই ৪টি অনুভূতির যেকোনো একটিরো অভাব থাকে, তবে হয় তা জাগিয়ে তুলুন নয়তো কেটে পড়ুন, এ ৪টি অনুভূতি ব্যাতীত সম্পর্ক টিকবে না । এ ৪টি মৌলিক উপাদান যদি আপনাদের মধ্যে থাকে তবে হাজারটা গরমিল থাকলেও আপনাদের জীবন সুখের হবে। এখন দেখা যাক কিছু কমন সমস্যা, ঝগড়া: "ও আমাকে একটুও বুঝে না, আমাদের ২ দিন পর পর ঝগড়া হচ্ছে", যদি এরকম সমস্যা হয়, তবে খুশী হন, আপনার ভালবাসা দৃঢ়তার দিকে এগুচ্ছে। ঝগড়া সম্পর্ক দৃঢ় করে, দূরত্ব কমিয়ে আনে, নির্ভরতা বাড়ায়। কথায় আছে, "longer separation turns into greater reunion." তাই ঝগড়া নিয়ে চিন্তিত হবেন না, বরং তা উপভোগ করুন।

হাসি ঠাট্টা দিয়ে কমিয়ে আনুন ঝগড়ার তীব্রত। ভয়: ভয়, সম্পর্ক বিনষ্টকারী এক শক্তি। "ধরা পড়লে কী হবে? আমার বাবা অনেক রাগী", "আমি এখনি ওকে ছাড়া থাকতে পারিনা, কোনো কারণে ও আমাকে ছেড়ে দিলে কীভাবে থাকবো?" হাজারো ভীতিকর প্রশ্নের ভীড়। ভয় থাকা ভালো, তবে ভয় যদি দূরত্ব তৈরি করা শুরু করে তাহলে তা ভয়ানক। মনে রাখবেন, "We have nothing to fear but fear itself" ভয়কে জয় করুন, ভালবাসার শক্তি দিয়ে।

অনিশ্চয়তা: অনিশ্চয়তা অভিশাপ, এটি চির সত্য। একটি সম্পর্কে যদি জড়াতে চান তো তাতে অনিশ্চিত কিছু না থাকাই ভালো। ভবিষ্যতের অনিশ্চয়তা বর্তমানকে ক্ষতিগ্রস্ত করে। কাউকে নিজের সাথে জড়ানোর আগে তার দায়িত্ব নেয়ার ক্ষমতা থাকা আবশ্যক। সম্পর্ক গভীর করে দূরে সরে পড়া শুধু ভীরুতা নয়, পাপ।

তাই যদি আপনার সম্পর্ক নিয়ে আপনি সন্দিহান হন, না আগানোই ভাল। আপনি হয়তো আরো অনেক সমস্যার সম্মুখীন, সবাই তো একই পথে চলেন না। তাই আপনার জীবন আপনি কার সাথে, কীভাবে কাটাবেন তা ঠিক করতে সচেতন হন। সচেতনতা সঠিক ভবিষ্যত গড়ায় সহায়ক। আর আপনার মন্তব্য আমার জন্য আবশ্যক।

ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.