আমাদের কথা খুঁজে নিন

   

"বৈশাখী মেলা ১৪১৭ " রিয়াদ, সৌদি আরব


বাংলাদেশ দূতাবাস, রিয়াদ, সৌদি আরব-এর তত্বাবধানে বৈশাখী মেলা উদযাপন পরিষদ আয়োজিত "বৈশাখী মেলা ১৪১৭ " কিছু ছবি দিলাম মোবাইলে তোলা। মিষ্টি পিঠা মনে হয়, খাই নাই যদিও.. বিক্রেতা হালিম ও কাবাব কাবাব আগে খাইয়া লই তারপর কথা। ঝালমুড়ি, যদিও দেশের মত মজা না তারপরও ৫ রিয়াল । মাইয়ারা কইতাসে কাচা আমের বর্তা খাইতে বলল তাই খাইলাম। একটু বর্তা ১০ রিয়াল।

এর মাঝে লুলু পাগলার নাচ। ছবি খিচার পর লুলু পাগলা শান্ত হয়েছে। রিকসায় ছোট মডেলের পোচ দেখেন। মক্কা সুইটস্ এর চটপটি। খাইতে ভাল লাগল।

আবার জালমুড়ি চেমড়া পোলা গুলোর ছবি নাগরদোলা পাইল কই এই মরুর দেশে। এই দোকানে ভাল পিঠা বিক্রি হয় পিঠা, ফুচকা ও মিষ্টি আমাদের নিজের হাতের সৃষ্টি খাওনি? তো এক্ষুনি যাও। খেয়ে থাকলে তো আবার খাও। কি আর করব লোভ সামলাইতে পারলাম না। পাঠিসাপটা পিঠা নিলাম খাওয়ার পর বলে ১১০ রিয়াল মাথা খারাপ হইয়া গেছে।

অনুষ্ঠারে শেষে লটারী ড্র হইছে কেমনে কেমনে আমিও পাইয়া গেলাম সেন্ডউইচ মেকার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।