আমাদের কথা খুঁজে নিন

   

জব্বারের বলী খেলা

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

তোমরা কি জানো জব্বার কাগুর চাল? বিজয় নিয়ে এতদিন যিনি পারছেন ফাল। এখন বুঝি শেষ তার ফাল পারার দিন, তাইতো তিনি দিয়ে যাচ্ছেন জায়গা মতন পিন। নতুন প্রজন্মের কাছে এলো অভ্র সফটওয়্যার, আর বিজয় হৈল তালা বন্ধি ড্রয়ার। এই অভ্রর কাছেই বিজয় খাইলো কট, জব্বার কাগুরও মাথা হৈল হট।

বিজয় নিয়াই তিনি আইটি সেক্টরের মুল, সরকারকেও পরামর্শ দিয়ে যাচ্ছেন ভুল। বিজয় নিয়ে এতদিন করেছেন অনেক বড়াই, এখন বুঝি শুরু তার অস্তিত্ব বাঁচানোর লড়াই। অস্তিত্ব বাঁচাতে তিনি অবলম্বন করছেন নোংড়া পথ, এতদিন যাকে সম্মান করতাম সেই লোকটা আসলে বদ। এইবার কাগু খাবে ধরা যাবে কোথা পালিয়ে, অন্যের তৈরী বিজয় দিয়েছেন নিজের নামে চালিয়ে। উলটা তিনি অভ্রকে বলেন পাইরেট কপি, এবার কিছু গোপন নয় জনগন জানবে সবি।

সময় থাকতে কাগু চেয়ে নেন মাফ, নইলে কেঁচো খুড়তে বের হয়ে যাবে সাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.