আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রীয় মো: আবদুল জব্বারের কিছু গান.........

গ্রামীণ সমাজের বাস্তবতা আর অশ্লীলতার বিপক্ষে অবস্থান।

১. তোমার অসীম সুদুর পথের পরে অশ্রু আমার বকুল হয়ে ঝড়ে। ২. এক বরষা ভেজা রাতে প্রথম দেখা দুজনে আরেক বরষারও রাতে কে রইবে কোথায় কে জানে। ৩.তুমি কি দেখেছ কভু জীবণের পরাজয় দু:খের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। ৪. একটি মনের আশিক তুমি কাছে যখন এলে.. ৫.এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন এ বয়ে বেড়াও.. ৬.তুমি আছ সবই আছে , তুমি নাই কিছু নাই.. ৭.ওগো তন্নী তনু লতা বন্নী আঁখি বলনা তোমায় আমি কি নামে ডাকি.. ৮.অমন ভাবছো কেন দেখা হবে না আমিতো বলেছি তুমি আর কোন দিনও একা হবে না। ৯.শিল্পী আমি তাই কবিতা আমার ভাল লাগে ১০.সুরের আগুনে পুড়ে হৃদয় সোনা হল.. ১১. আমি এক নীড় হারা ঝড়ের পাখি অজানার পথে ছুটে চলেছি.. ১২.আমি বসন্ত হয়ে এসেছি শরৎ হেমন্ত পেরিয়ে আবার তোমার দুয়ারে এসেছি.. ১৩.আমাকে পোড়াতে এতো লাগে ভাল জ্বাল আরো আগুন জ্বালো ঢালো আরো ব্যাথা ঢালো.. ১৪.প্রেমে পড়েছি তাইতো এসেছি ফিরিয়ে দিতে পারবে না ১৫.ভালবাসা যদি যন্ত্রণা হয় মন কেন দিয়েছিলে আধারের দ্বীপে আলোকের রাতে কাছে কেন ডেকে নিলে.. অপেক্ষা করুন......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।